
কথায় বলে আইব্রো মানুষের মুখের কাঠামো তৈরী করে কারণ শারীরিক চেহারার ক্ষেত্রে এর একটি বড় প্রভাব রয়েছে। সমীক্ষায় দেখা গেছে, যদিও, বেশীর ভাগ মহিলারাই তাদের ভ্রু-জোড়া নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন। যদি আপনি এদের মধ্যে একজন হন, এটা পড়তে থাকুন। কিছুক্ষণের মধ্যেই আপনি বুঝতে পারবেন ভ্রু-র ক্ষেত্রে সবচেয়ে সাধারণ ভুলগুলি কী কী এবং সেগুলি কীভাবে দূর করা যায়?
একজোড়া সুন্দর ধনুকের মতন বাঁকা ভ্রু কেন এত গুরুত্বপূর্ণ?
কোন মুখ দেখতে কেমন তা নির্ধারন করতে অনেক উপাদান রয়েছে, ভ্রু-যুগল তাদের মধ্যে অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেকআপ স্টাইলিস্টরা বলেন অদ্ভুত দেখতে ভ্রু আমাদেরকে অসুন্দর করে তোলে, কখনও কখনও এর জন্য আসল বয়সের থেকে বেশি দেখায়। স্বাস্থ্যজ্জ্বল পুষ্ট এবং সুন্দর পরিষ্কার শেপের একজোড়া ভ্রু চেহারায় একটি ব্যালান্সড লুক নিয়ে আসে, যা দেখে চোখ ফেরানো যায় না এবং চোখের পাতার ঝুলে যাওয়ার সমস্যাকেও দূর করে। সবচেয়ে ভালো ভ্রু পরিচর্যা কোনগুলি? ভ্রু-কে সবচেয়ে বেশি সুন্দর করে রাখতে কোন জিনিসগুলি থেকে দূরে থাকা প্রয়োজন?
ভ্রু-র ক্ষেত্রে সাধারণ ভুলগুলি
১। আপনি ভ্রুর যত্ন নেন না
একটি প্রায় ক্লাসিক উদাহরণ এবং সবচেয়ে বড় ভুল হলঃ ভ্রু-র যত্নে সম্পূর্ণ অবহেলা। আপনি যদি আপনার ভ্রু-জোড়াকে যত্ন না করেন, কোন পুষ্টিগুণ না দেন, ভ্রু-র অতিরিক্ত চুল তোলা বন্ধ করে দেন-তাহলে এগুলি যখন দুর্বল হয়ে ঝড়ে পড়বে তখন অবাক হবেন না। সবচেয়ে খারাপ পরিস্থিতে, আইব্রো গ্রোথকে অবহেলা করলে তা নতুন চুল তৈরী করার ক্ষেত্রে বাধা হয়ে উঠতে পারে।
২। আপনি ভুল ভ্রু প্রোডাক্ট ব্যবহার করেন
আপনি কী মন ঠিক করেছেন এবং ভ্রু-র যত্ন নেওয়া শুরু করেছেন? খুব ভালো! এটি বোঝা জরুরী যে আপনি যে সৌন্দর্য পণ্যগুলি ভ্রু-তে প্রয়োগ করেন তা হয় বৃদ্ধির গতি বাড়িয়ে দিতে পারে বা পাতলা করে দিতে পারে। ঘরোয়া পরিচর্যা যেমন দুধ বা ডিমের কুসুম ব্যবহারে ভ্রু দেখতে ভালো লাগতে পারে, তবে এর কার্যকারিতা সম্পর্কে সন্দেহ থেকে যায়। এতে ভ্রু-কে আগের থেকে ভালো লাগতে পারে কিন্তু এগুলির প্রভাব দীর্ঘস্থায়ী হয় না। এর বিকল্প? শুধুমাত্র ভ্রু-র যত্নের জন্য বিশেষভাবে তৈরী পণ্যগুলি ব্যবহার করতে হবে। এগুলি প্রতিশ্রুতি মত দ্রুত ফল দেওয়ার জন্য তৈরী। খুব ভালোভাবে এধরণের পণ্য বেছে নিন, এর সমালোচনা বা রিভিউ দেখে নিন এবং এর উপাদানগুলি বিশ্লেষণ করুন। গাছ-গাছড়া থেকে তৈরী তেল ভ্রু-তে ব্যবহার করা ভালো আইডিয়া হতে পারে, বিশেষত যখন তা পরিপূরক পরিচর্যা হিসেবে ব্যবহার করা হয়।
৩। আপনি আইব্রো সিরাম ব্যবহার করেন না
যখন আইব্রো সিরামের কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রোফেশনাল ব্রো কেয়ার প্রোডাক্টগুলি বেছে নেওয়া, সুপরিচিত ব্র্যান্ডগুলির ওপর আস্থা রাখা। ভালো খবর হল যখন আপনি আপনার ভ্রু-র যত্নের জন্য সঠিক সিরাম খুঁজে পেয়ে যাবেন যা আপনাকে সন্তুষ্ট করবে, আপনার আর অন্য ব্রো কন্ডিশনারের দরকার পড়বে না! যদি আপনার ভ্রু পাতলা, ফাঁকা ফাঁকা হয় এবং বাড়তে না চায়, সেক্ষেত্রে সমস্ত সাধারণ আইব্রো সমস্যার একবারে সমাধান করতে যে চিকিৎসা পারে আপনাকে তার কাছে যেতে হবে।
৪। মেকআপ তোলার সময় আপনি জোরে জোরে ভ্রু ঘষেন
আইব্রো খুব নরম, তাই কোন যান্ত্রিক ক্ষতি রোধে দক্ষ নয়। এটা জেনে এর যত্ন করুন। মেকআপ তোলার সময় তুলোর প্যাড জোরে ঘষবেন না, এতে চুল ভেঙে যেতে পারে অথবা উঠে আসতে পারে। এছাড়াও রংদার প্রসাধন সামগ্রী তোলার জন্য জোরে জোরে না ঘষে খুব ভালো মানের মেকআপ রিমুভার ব্যবহার করুন যা সহজেই কাজটা করে পারে। একটি আই মেকআপ রিমুভার খুঁজে বের করুন যা তৈরী হয়েছে দুর্বল চোখের পাতা বা ভ্রু-কে রক্ষা করে এমন ধরণের অতিরিক্ত পুষ্টিগুণসম্পন্ন উপাদান দিয়ে।
৫। আপনি ভুলভাবে ভ্রু-র পণ্যগুলি ব্যবহার করেন
কীভাবে ব্যবহার করতে হবে সেই নির্দেশিকা না পড়েই কী আপনি সৌন্দর্য্য পণ্যগুলি ব্যবহার করেন? অনেকেই তা করে থাকেন, আবার মনে করেন কেন প্রসাধন সামগ্রীগুলি কাজ করছে না। প্রায়শই প্যাকেজিং এ নির্দেশিত সময়ের পরেও পণ্যগুলি ব্যবহার করা হয়ে থাকে – তা খুব ক্ষতিকারক। দেখুনঃ আইব্রো সিরাম দিনে একবারের বেশি লাগানোর দরকার নেই। দিনে বেশীবার লাগিয়ে আপনি আপনার ভ্রু-র চুল দ্রুত বৃদ্ধি করতে পারবেন না। নিয়মটা খুব সহজ। প্যাকেজিং-এ দেওয়া নির্দেশাবলী মেনে চলুন, তাহলেই তাড়াতাড়ি আপনার ভ্রু সুন্দর হয়ে উঠবে।
৬। ক্ষতিকারক জিনিসগুলি থেকে আপনি ভ্রু-কে রক্ষা করেন না
আপনি কী জানেন সূর্যের আলোর জন্য ভ্রু উজ্জ্বল লাগতে পারে? তাপমাত্রা কম থাকলে ও শুষ্ক বাতাসের কারণে তা দুর্বল হয়েও পড়তে পারে। এটা বোঝা জরুরী যে আইব্রো হল চুল এবং এর বেড়ে ওঠা ও সুন্দর লাগার জন্য সুরক্ষা দরকার। এবার যখন আপনি মুখে ইউভি প্রোটেকশন ফেস মিষ্ট লাগাবেন তখন এর কিছুটা ভ্রু-তে লাগাতে ভুলবেন না। রৌদ্রজ্জ্বল দিনে আপনার ত্বককে রক্ষা করতে টুপি পড়বেন, তা আপনার ত্বক, চুল, চোখের পাতা ও ভ্রু-কে ইউভি-র ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করবে।
৭। আপনি মেকআপ তুলতে ভুলে যান
এটা কী প্রায়ই হয় যে, কাজের জগতে একটা লম্বা, ক্লান্তিকর দিনের শেষে আপনি বাড়ি ফিরে মেকআপ না তুলেই শুয়ে পড়েন? এটা খুব বড় ভুল। ঘুমানোর সময় রঙিন প্রসাধন সামগ্রী মুখে বসতে দিলে লোমকূপ এবং ফলিকল বেরোনোর মুখগুলি আটকে যায়। এটা থেকে প্রায়শই ভ্রু দুর্বল হয়ে পড়ে ও পাতলা হয়ে যায়।
৮। আপনি শৃঙ্খলাবদ্ধ নন
আপনি কী চুল ও ভ্রু-কে সুন্দর করে তোলার জন্য ভিটামিন কিনে এনেছেন কিন্তু তা খেতে ভুলে যান? অথবা হয়ত আপনি নিজের জন্য একটি ব্রো সিরাম নিয়ে এসেছেন কিন্তু বেশ কিছুদিন পরপর একবার লাগান? মনে রাখুন যে ভ্রু পণ্যগুলি ব্যবহার করার ক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধ হওয়া এবং নিয়মিত হওয়াই ভ্রু-কে সুন্দর করে তুলতে পারে। আপনার জন্য একটি পরামর্শ রইলঃ আপনার বিছানার পাশের টেবিলে হ্যান্ড ক্রিমের কাছে আইব্রো সিরামটি রাখুন। এটা করলে আপনি এটা ব্যবহার করতে ভুলবেন না।
৯। আপনি ভ্রু-র জন্য গাছ-গাছড়ার তেল ব্যবহার করেন না
সকলেই জানেন চুলের তেল দিয়ে চুলের যত্ন ও এর উপকারিতা। কিন্তু আপনি কী শুনেছেন গাছ-গাছড়ার তেল ভ্রু-তে লাগানোর কথা? এটি পুষ্টি ও সুরক্ষা প্রদানের একটি দুর্দান্ত উপায়। এটা প্রমাণিত যে গাছ-গাছড়ার তেল ফলিকলকে শক্তিশালী করতে এবং ভ্রু-কে সুন্দর করার জন্য প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন জোগায়। ক্যাস্টর তেল ভ্রু-র যত্নের জন্য সবচেয়ে জনপ্রিয় উদ্ভিজ তেল বলে মনে করা হয়, তবে আপনি এক্ষেত্রে বীজ এবং কার্নেল থেকে নিষ্কাশিত অন্যান্য কোল্ড কমপ্রেস এবং অপরিশোধিত তেলেরও ভাল ব্যবহার করতে পারেন। যে কোন একটি তেল বেছে নিয়ে ভ্রু-তে দিনে একবার লাগান। আপনি এটি একটি কিউ-টিপ বা পরিষ্কার মাস্কারা ব্রাশ দিয়েও লাগাতে পারেন।
১০। আপনি ভ্রু ম্যাসাজ করেন না
এটা ঠাট্টা নয়! ভ্রু-যুগলকে নিয়মিত ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ভালো হয়। এটা করার জন্য, আপনি শুধু একটি মাস্কারা ব্রাশ ব্যবহার করুন বা ভ্রু-তে হাল্কা হাতে চিমটি কাটার চেষ্টা করুন। এই পরিচর্যার উদ্দেশ্য হল মুখের মাসল গুলিকে আরাম দেওয়া, কপালে বলিরেখা কমানো এবং ভ্রু-র ফলিকলগুলিকে মজবুত করা।
১১। আপনি ভ্রু এক্সফলিয়েট করেন না
আপনি কী জানেন যে ভ্রু নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন? ভ্রু-জোড়াতে স্ক্রাব ব্যবহার করে আপনি সমস্ত মৃত কোষ গুলি তুলে ফেলতে পারেন এবং এতে সঞ্চালন ভালো হয় যা ভ্রু-র চুলের বেড়ে ওঠার জন্য ভালো। যখন ত্বক একদম পরিষ্কার হয়ে যায়, তখন এটি সক্রিয় পদার্থগুলিকে দ্রুত শুষে নিতে পারে ও ত্বকের গভীরে পাঠিয়ে দেয়। পুষ্টিগুণে ভরা রেডি মেড স্ক্রাবও আপনি ব্যবহার করতে পারেন।
১২। আপনি ভ্রু-জোড়াতে পুষ্টির জোগান দেন না
আপনি যা খাবার খান তা আপনার ভ্রু-যুগল ও চোখের পাতা কিরকম দেখাবে তার ওপর গভীর প্রভাব ফেলে। আপনি যদি লক্ষ্য করেন আপনার চুল পাতলা হতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে আপনার প্রতিদিনের খাবারের তালিকায় পুষ্টিগুণে ভরা খাবার যোগ করুন। আপনার শরীরকে ভিটামিন বি, আয়রন, ম্যাগনেসিয়াম এবং বায়োটিন, সিলিকন, সালফার, কপার ও ক্যালসিয়ামের জোগান দিন।
১৩। ওয়াটারপ্রুফ মেকআপের জন্য আপনি সাধারণ রিমুভার ব্যবহার করেন
আপনি যদি সাঁতার কাটেন, ব্যায়াম করেন বা এমনি বৃষ্টির দিনে বেরোন তাহলে ওয়াটারপ্রুফ মেকআপের কোন বিকল্প নেই। শুধু একটি বিষয় হল এইধরনের ওয়াটারপ্রুফ মেকআপগুলি তুলতে বিশেষভাবে তৈরী প্রসাধন সামগ্রী লাগে। দুঃখের বিষয়, সাধারণ মেকআপ রিমুভার এগুলির জন্য ভালো নয়, ভ্রু-এ ওয়াটারপ্রুফ প্রোডাক্ট লাগালেও একই সমস্যা। সাধারণ মাইসেলার লোশন তুলোয় করে নিয়ে ভ্রু-তে জোরে জোরে ঘষে ওয়াটারপ্রুফ মেকআপ তুলে ফেলার চেষ্টায় সফল হওয়া যায় না, বরং এতে চুল ভেঙে যায় ও উঠে চলে আসে।