ভ্রু মেক-আপের সবচেয়ে সাধারণ ভুলগুলি

ভুল শেপের ভ্রু

আপনি কী জানেন ভ্রু মেক-আপের সবচেয়ে সাধারণ ভুলগুলি কী কী? আমার প্রায়শই অজান্তে এগুলো করে থাকি তাই এগুলো নজর নেওয়া দরকার এবং জেনে নেওয়া দরকার কী করা উচিৎ আর কী করা উচিৎ নয়। আপনি যদি সুন্দর একজোড়া ভ্রু চান তবে পড়তে থাকুন!

ভুল শেপের ভ্রু

এটি হচ্ছে সবচেয়ে সাধারণ ভুল যা শুধু মেক-আপ খারাপ করে দেয় না উপরন্তু মুখের সৌন্দর্য্য নষ্ট করে। আপনার মুখের আকার অনুযায়ী আপনার ভ্রু-র শেপ ঠিক হওয়া উচিৎ। আভিনেত্রী বা মডেলদের নকল করবেন না – প্রত্যেকেরই তাদের নিজেদের ভ্রু কেমন হবে তা বুঝতে হবে। আইব্রো ম্যাপিং অবশ্যই করতে হবে এবং এটি ছাড়া কিন্তু আপনার মেক-আপ কখনোই নিখুঁত দেখাবে না। সবচেয়ে ভালো ভ্রু-র শেপ পেতে হলে, আপনি একজন সৌন্দর্যবিদ বা আইব্রো আর্টিস্টের পরামর্শ নিতে পারেন – ফলে আপনি জানবেন যে পেশাদার কারোর পরামর্শ নেওয়া হয়েছে তাই ব্রো মেক-আপ লাগানো আপনার কাছে সহজ হয়ে যাবে।

ভুল ট্যুইজিং

কখনো কখনো ভুলভাবে ভ্রু তোলার জন্য ব্রো মেক-আপ দেখতে খারাপ লাগে। আইব্রো স্টাইলে এটি খুব সাধারণ ভুল, এতে আপনার মেকআপ রুটিন এলোমেলো হয়ে যায়। কিছুক্ষেত্রে খারাপ ভ্রু তোলার ফল ঠিক করা যায় না, তা আপনি যতই সবচেয়ে ভালো মেকআপ প্রোডাক্ট ব্যবহার করুন না কেন। যদি আপনার ভ্রু শেপ করতে অসুবিধা মনে হয় তবে নিজে থেকে করতে যাবেন না – একজন পেশাদারের কাছে যান এবং তার পর শেপ ঠিক রাখতে এদিক ওদিকে বেরোতে থাকা চুলগুলি ট্যুইজার দিয়ে তুলে দিন। কখনো কখনো ট্যুইজার ভালো না হওয়ার জন্য এই সমস্যায় পড়তে হতে পারে তাই এটিকে দেখশুনে বেছে নিন যাতে এটি সহজ হয়, পিছলে না যায় এবং সবচেয়ে ছোট চুলকে ধরে ফেলতে পারে।

খুব বেশি বোল্ড আইব্রো মেক-আপ

এটা খুব সাধারণ ভুল যা অনেকেই করেনঃ অনেক মহিলারাই তাদের ভ্রু-যুগলের লুককে খুব বেশি বোল্ড করে ফেলেন। তারা খুব বেশি মেক-আপ করে ফেলেন, এতে ভ্রু কার্টুনের মত বা খুব অতিরঞ্জিত লাগে। আমরা আপনাকে বলবো কমই বেশি এই নীতি মেনে চলুন। খুব বেশি রঙ লাগিয়ে ফেলবেন না, পণ্যগুলি অল্প পরিমানে লাগান, আর কখনোই আপনার আর্চদুটি খুব তীক্ষ্ণ করে আঁকবেন না। কমনীয় মুখের জন্য এগুলো খুব বেশি মাত্রায় বোল্ড। ঠিক একই জিনিস বলা যায় হালকা রঙের চুলের ক্ষেত্রেও – এধরণের ভ্রু ভরাট করার সময় খুব বেশি রঙ লাগাবেন না।

খুব বেশি মোটা ভ্রু

খুব মোটা করে ভ্রু-র আর্চ আঁকা আইব্রো মেক-আপের আর একটি সাধারণ ভুল। এটি সাধারণত সেইসব মহিলারা করে থাকেন যাদের ভ্রু খুব পাতলা হয় বা খুব বেশি মাত্রায় প্লাক করা থাকে এবং তারা চান মোটা, ধনুকের মত বাঁকানো ভ্রু। এটা সত্যি যে মোটা ভ্রু থাকলে মুখ কমবয়সী লাগে, কিন্তু আমরা সহজেই এই ধারণার চাপে পড়ে যাই। খুব বেশি মোটা একজোড়া ভ্রু কিন্তু আমাদের মুখকে রাগী করে তোলে, মোটেই বন্ধুসুলভ নয়… যেসব মহিলার মুখের বৈশিষ্ট্য খুব কমনীয় বিশেষ করে তাদের জন্য এই ব্রো মেক-আপ একদম ভালো নয়। আবারো বলবো, আপনার মুখের আকার অনুযায়ী ভ্রু কতটা মোটা করলে ভালো লাগবে তা দেখে মেক-আপ করুন।

খুব বেশি সরু ভ্রু

খুব সরু ভ্রু আপনার মুখকে কিম্ভুত ও অসঙ্গতিপূর্ণ করে তোলে। মধ্যবর্তী অবস্থায় থাকা সবসময়ই ভালো। খুব বেশি মোটা নয় আবার খুব বেশি সরু নয় এমন একজোড়া ভ্রু-ই দেখতে ভালো লাগে। সরু লাইনের মতন ভ্রু-তে আমাদের মুখ বয়স্ক এবং নাটুকে লাগে। যদি আপনার ভ্রু-যুগল সরু বা পাতলা হয় কারণ তা বাড়ে না, তাহলে আমরা আইব্রো সিরামের মত বিশেষ জিনিস দিয়ে সেগুলি বাড়ানোর পরামর্শ দেব, আইব্রো সিরাম –  যে সব চুল একদমই বাড়তে চায় না সেগুলিকেও বাড়িয়ে তুলতে সাহায্য করে। সবচেয়ে ভালো সিরাম খুব তাড়াতাড়ি কাজ করে এবং সঙ্গে বেশ কিছু পুষ্টিগুণ দিয়ে পুষ্টি যোগায়। এটি আপনার ভ্রু-যুগলকে ধীরে ধীরে মোটা ও সুন্দর করে তুলবে। আপনি কী পরখ করে দেখবেন?

ভ্রু-তে ভুল রঙ

ত্বকের ও চুলের রঙের থেকে খুব হালকা বা খুব গাঢ় রঙের মেক-আপ ভ্রু-তে লাগানো আরো একটা সাধারণ ভুল। অনেক মহিলারাই ভ্রু মেক-আপে সঠিক রঙ বেছে নেওয়ার দিকে বিশেষ মনোযোগ দেন না এবং শেষে গাঢ় রঙের ত্বকের জন্য হালকা রঙ বা এর উল্টোটা বেছে নেন। ভ্রু বিষেজ্ঞরা গাঢ় রঙের বিরুদ্ধে কারণ এতে খুব বেশি বোল্ড লাগে। আবার খুব হালকা রঙের ভ্রু-ও মেক-আপের এফেক্ট নষ্ট করে দেয়। ভ্রু-র ওপরের অংশে একটি হালকা রঙের পেনসিল দিতে শেড দেওয়াও একদম ভালো আইডিয়া নয়। আপনি এটা নিয়ে একটু ভাবুন এবং আপনার সৌন্দর্য্যের বিশেষত্বের নিরিখে সবচেয়ে সঠিক রঙের ব্রো মেকআপ বেছে নিন।

ভুল আইব্রো মেকআপ প্রোডাক্ট বেছে নেওয়া

এবার আইব্রো মেকআপ প্রোডাক্টগুলির মানের ওপর নজর দেওয়া যাক। এমন কিছু কী নজরে এসেছে আপনার যেখানে ব্রো পোমেড খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে, মাস্কারা একজায়গায় জড়ো হয়ে থাকছে বা ব্রো পাউডারের রঙ একদম ঠিক নেই এবং ভ্রু-কে ঠিক মতো রঙিন করে তুলছে না? ভ্রু মেক-আপ আর্টিস্টরা একমাত্র সেরা মানের পণ্যই বেছে নেন। খারাপ মানের পণ্য এনে বাথরুম ক্যাবিনেটে জড়ো করে রাখার থেকে ভালো মানের পণ্য নিয়ে এসে ব্যবহার করুন। মনে রাখবেন দীর্ঘ্যক্ষণ ধরে রাখার শক্তিযুক্ত এবং খুব ভালো মানের রঙিন পোমেড বা জেল আপনার মেক-আপকে অনেকক্ষণ পর্যন্ত একইরকম রেখে দিতে পারে কারণ অল্প একটুতেই অনেকক্ষণের কাজ হয়ে যায়।

ব্রো শেডিং এফেক্ট না দেওয়া

৮০% মহিলাই একটি রঙের ব্রো মেক-আপ ব্যবহার করেন, এর ফলে অস্বাভাবিক দেখতে লাগে। এটা যাতে না হয় তার জন্য ভ্রু-র মাথার দিকটি (ভেতরের কোণ) থেকে পণ্যটি লাগাবেন না – পণ্যটির বেশীর ভাগ অংশ আর্চ ও একদম তীক্ষ্ণ মাথায় লাগানো উচিৎ। পণ্যটি মাথার দিকে অল্প একটু লাগিয়ে নিন যাতে রঙগুলো একটার থেকে আর একটায় ভালো ভাবে মিশে যায়। মনে রাখবেন আপনি যদি ভ্রু-র গোড়াতে খুব বেশি রঙ লাগান তবে ভ্রু খুব বেশি করে বোল্ড ও অস্বাভাবিক লাগবে। মেক-আপ হয়ে গেলে স্পুলি দিয়ে চুলগুলি ব্রাশ করে নিন যাতে বাড়তি রঙ সরিয়ে দেওয়া যায় ও মাথার দিকের ভার কমানো যায়। আপনার কাছে একটা রঙ থাকলেও এভাবেই আপনি ভ্রু-কে শেডিং করতে পারবেন। একটি ভ্রু স্পুলি আপনার আর্চগুলি এবং খুব ধারালো প্রান্তগুলিকে নরম করতেও সাহায্য করবে।

মেক-আপ সেট না করা

ফিনিশিং টাচ হিসেবে একটি ক্লিয়ার সেটিং জেল ব্যবহার করা ভালো। সব কাজ শেষ হয়ে গেলে, মেক-আপ মুছে যাওয়ার ঝুঁকি নেবেন না। একটি ভালো ব্রো জেল ভ্রু-কে পারফেক্ট রাখতে ও চুলগুলিকে সঠিক জায়গায় ধরে রাখতে সাহায্য করে। আপনি আপনার ভ্রু সারা দিন সুন্দর থাকার বিষয়ে নিশ্চিত থাকতে পারেন।

আমরা আশা করবো আপনার আইব্রো মেক-আপ আশেপাশের সবাইকে চমকে দেবে!

একটি মন্তব্য লিখুন। মডারেটরের অনুমোদনের সাথে সাথে এটি পোস্ট করা হবে।
গোপনীয়তা নীতি

আমাদের ওয়েবসাইট বাহ্যিক সরঞ্জামগুলি ব্যবহার করার জন্য কুকিজ, এছাড়াও তৃতীয় পক্ষের কুকিজ ব্যবহার করে। যদি ব্যবহারকারী তাদের সম্মতি না দেয় তবে শুধুমাত্র প্রয়োজনীয় কুকি ব্যবহার করা হয়। আপনি যেকোনো সময় আপনার ব্রাউজারে সেটিংস পরিবর্তন করতে পারেন। আপনি কি সমস্ত কুকি ব্যবহার করার জন্য আপনার সম্মতি দেন?

গোপনীয়তা নীতি