
প্রতিদিনের বিউটি রূটিনে মুখ, চোখ এবং ভ্রু থেকে মেকআপ তোলা অবশ্য কর্তব্য। ঘুমাতে যাওয়ার আগে আমাদের মুখ চোখ সম্পূর্ণ পরিষ্কার করে ফেলতে হবে এবং এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এটা করলে আমরা বলিরেখা, খারাপ অবস্থা ও ত্বকের প্রদাহজনিত সমস্যাকে কে আটকাতে পারবো। যখন বিভিন্ন বিউটি প্রোডাক্ট ও তেল ভ্রু-তে জমে তখন খারাপ প্রতিক্রিয়া হয়ঃ এগুলি পাতলা, শুষ্ক ও নির্জীব হয়ে পড়ে। এটা পড়লে আপনারা জানতে পারবেন নিখুঁতভাবে আইব্রো মেক-আপ তোলার রহস্য।
ব্রো মেক-আপ তোলা – কেন এটা গুরুত্বপূর্ণ
বেশীর ভাগ ভ্রু মেক-আপ পণ্যে বেশি মাত্রায় রঙ থাকে, এগুলি ঘন এবং ক্রীমের মত হয়। এগুলো অনেকক্ষণের জন্য লাগানো যায়, প্রায়শই জলনিরোধক বা ওয়াটারপ্রুফ হয় এবং আমরা এরকম অনেক পণ্য ব্যবহার করি। সেইকারণেই ভালো করে মেক-আপ তুলে ফেলা ভীষণভাবে জরুরী। আমাদের মনে রাখতে হবে যে মেক-আপ পণ্যগুলি বেশ কয়েক ঘন্টা ধরে লাগানো থাকে এবং ফলে নোংরা, ধুলো-ময়লা ও দূষিত পদার্থ এগুলির সঙ্গে মিশে লোমকূপ বন্ধ করে দেয়, ত্বকে দাগ-এর সৃষ্টি করে এবং ভ্রু-র চুলের অবস্থা খারাপ করে দেয়। এমনকি এইসবের কারণে ভ্রু-র বৃদ্ধি বন্ধ হয়ে যেতে পারে। মেক-আপ তুলে ফেলে এবং গভীরভাবে পরিস্কার করলে ত্বক সজীব ও তরুণ থাকে এবং অকালে বুড়িয়ে যাওয়া আটকাতে সাহায্য করে।
আইব্রো মেক-আপ তোলার সবচেয়ে ভালো জিনিস কী?
প্রসাধনের বাজার ভ্রু-র মেক-আপ তোলার পণ্যে ছেয়ে আছে। ড্রাগ স্টোর গুলিতে এর জন্য বিশেষ ধরণের বাই-ফেস রিমুভার, মাইসেলার ওয়াটার, অয়েল, মিল্ক এবং ফোম পাওয়া যায়। কোনটি বেছে নেবেন? এটা আপনি এবং আপনার পছন্দের ওপর নির্ভর করছে। প্রত্যেকটি পণ্যে বিভিন্ন রকম ঘনত্ব ও উপাদান রয়েছে আর আপনি এর মধ্যে যেটা পছন্দ করবেন সেটাই বেছে নেবেন কিন্তু ওই প্রসাধনীটির সঙ্গে আপনার ত্বকের প্রকারের মিল হতে হবে। আপনি কি ধরনের ভ্রু মেক-আপ ব্যবহার করেন সেটাও মাথায় রাখতে হবে – সেটা ওয়াটারপ্রফ বা জলনিরোধক কিনা – আপনি কনট্যাক্ট লেন্স পরেন কিনা বা নকল ল্যাশ এক্সটেনশন লাগান কিনা। অনেক চোখ এবং ভ্রু মেক-আপ রিমুভার কন্ডিশনারযুক্ত, ত্বকে পুষ্টি জোগায় এবং চুলগুলি মজবুত করে। যেহেতু চোখের এলাকাটি যথেষ্ট সংবেদনশীল, তাই আমাদের প্যারাবেন, সিলিকন এবং কমেডোজেনিক পদার্থ আছে এমন পণ্য এড়িয়ে চলা উচিত এবং চক্ষু বিশেষজ্ঞের দ্বারা পরীক্ষিত একটি পণ্য বেছে নেওয়া উচিত।
মেক-আপ তোলা বনাম সংবেদনশীল ত্বক
আপনার ত্বক কী সংবেদনশীল এবং বিশেষ যত্নের প্রয়োজন? আপনি তাহলে চোখ ও ভ্রু মেক-আপ রিমুভার কিনতে গেলে গন্ধহীন, নিউট্রাল pH যুক্ত হাইপোঅ্যালার্জেনিক পণ্য বেছে নিন। বাহ্যিক কারণে হওয়া জ্বালা এবং নেতিবাচক প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে এই পণ্যগুলিতে আরামদায়ক এবং সুরক্ষার বৈশিষ্ট্য থাকতে হবে।
মেক-আপ তোলার ট্রেন্ড – মেক-আপ তুলতে তেল
ওসিএম – অয়েল ক্লিনসিং মেথড – হচ্ছে মুখ, চোখ, ভ্রু মেক-আপ তোলার সবচেয়ে হট ট্রেন্ড। আপনি তেল দিয়ে আপনার মুখের সমস্ত মেক-আপ তুলে ফেলতে পারেন – এদের খুব গভীর ভাবে ত্বক ময়েশ্চারাইজ করার এবং ভ্রু-র চুল বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে। এরকম পণ্যগুলি ক্যাস্টর অয়েল দিয়ে তৈরী যার চমৎকারভাবে চোখের পাতা ও ভ্রু-কে বাড়িয়ে তোলার ক্ষমতা আছে। এটি ভ্রু-কে মজবুত করে, বৃদ্ধিতে সাহায্য করে, রঙ ফিরিয়ে আনে ও কিছুটা গাঢ় করে তোলে। তেলযুক্ত মেকআপ রিমুভার মুখের মেক-আপ, সঙ্গে সহজেই মাস্কারা, আইশ্যাডো ও ওয়াটারপ্রুফ আইব্রো মেকআপ তুলে ফেলতে পারে।
৪টি ধাপে সেরা ব্রো মেক-আপ তোলার রুটিন
#১ আপনার সেরা মেকআপ রিমুভার বেছে নেওয়ার পর, এতে তুলোর প্যাড ভিজিয়ে নিন এবং ভ্রু-তে হালকা করে চাপ দিন। যদি আপনি বাই-ফেস রিমুভার বেছে নেন, তবে ব্যবহার করার আগে বোতলটি ঝাঁকিয়ে নেবেন। মনে রাখবেন ভালো মানের রিমুভার ব্যবহারে ঘষার দরকার নেই।
#২ মেকআপের জিনিসগুলি শুষে নিতে রিমুভারের কয়েক সেকেন্ড সময় লাগে এবং তারপর তুলোর প্যাড দিয়ে সহজেই মুছে ফেলুন। সাবধানে ও আলতো করে করুন এবং ভালো করে দেখে নিন যাতে কোন ময়লা বা প্রসাধনী লেগে না থাকে। কখনো ত্বক ঘষবেন না বা টানবেন না – আপনাকে অবশ্যই খুব মোলায়েমভাবে ও হালকা হাতে কাজ করতে হবে।
#৩ ভেতরের প্রান্ত থেকে শুরু করুন – ভ্রু-র মাথার দিকটি থেকে – এবং আস্তে আস্তেএকদম শেষের দিকে (সবচেয়ে সরু অংশ)। এভাবে করলে, ভ্রু-র বৃদ্ধি যেদিকে হয় আপনি সেইদিকেই কাজটি করতে পারবেন। ফলে আপনি ভ্রু-কে বাঁকাবেন না বা ঝরে পরার হাত থেকে বাঁচাতে পারবেন।
#৪ যতটা প্রয়োজন ততটা তুলোর প্যাড ব্যবহার করুন – সাধারণত ৪ থেকে ৫ টি দরকার হয়। তুলোর প্যাড পরিষ্কার না হওয়া পর্যন্ত এগুলি বদলাতে থাকুন। ব্যস হয়ে গেছে!
ভ্রু মেক-আপ তোলার সময় আমরা যেসব ভুলগুলি করে থাকি
ভ্রু মেক-আপ তোলার সময় আমরা যেসব ভুলগুলি করে থাকি সেগুলোরও একটি তালিকা করা উচিৎ। সেগুলি এড়িয়ে চললে অবশ্যই ভ্রু-র আর্চগুলি আরও ভালো এবং সুন্দর হবে। আমরা ভ্রু-র যত্নে যে ভুলগুলো করে থাকি এখানে তার তালিকা দেওয়া হলঃ
- অসতর্ক এবং অসাবধান ভাবে মেক-আপ তোলা
- ভুল মেক-আপ রিমুভার বেছে নেওয়া
- ভ্রু মেক-আপ একদমই না তোলা
- ত্বক ও ভ্রু-র চুল খুব জোরে জোরে ঘষা
- ভ্রু কোনদিকে বাড়ে সেদিকে খেয়াল না রাখা