আপনি কীভাবে আইব্রো পেন ব্যবহার করবেন তার নির্দেশিকা

মাইক্রোব্লেডিং পেন – কীভাবে ব্যবহার করবেন?

আপনার ভ্রু কী সুনির্দিষ্ট নয় এবং আপনি কী আর্চের মধ্যের ফাঁকা জায়গা ঢেকে রাখতে চান? বেদনাদায়ক ও দামী মাইক্রোব্লেডিং পদ্ধতি এর একমাত্র সমাধান নয়। প্রথমে, একটি সহজলভ্য বিকল্প ব্যবহার করে দেখুন – একটি মাইক্রোব্লেডিং পেন। এটা সবসময়ই ব্যবহারের জন্য তৈরী, একে সুঁচালো করার বা এতে আর কোন কিছু লাগানোর জিনিসের দরকার নেই এবং এর এফেক্ট একেবারে মাইক্রোব্লেডিং এর মতোই!

মাইক্রোব্লেডিং পেন কী?

এই প্রসাধনীটির সাহায্যে পুরো ভ্রু মেকআপ করা যায় – এটি সবসময় ব্যবহারের জন্য তৈরী, সূঁচালো করার বা অন্য কোন জিনিস যোগ করার দরকার নেই। এর সাহায্যে আপনি সম্পূর্ণ আইব্রো মেকআপ সেরে ফেলতে পারেন। মাথায় থাকা টিপটি যথেষ্ট শক্ত, এর শেপ এমন যে এর সাহায্যে খুব সহজে ও নিখুঁতভাবে ভ্রু এঁকে ফেলা যায়। এর সাহায্যে আপনি খুব সহজে একদম স্বাভাবিকের মত দেখতে একেকটি ভ্রু চুল এঁকে ফেলতে পারবেন। এর আর একটি সুবিধা হল এতে ত্বকে কোন উঠে আসার মত কিছু হয় না,গড়িয়ে পড়ে না  বা ত্বকে কিছু জমে থাকে না। এই পেনটি তৈরীই করা হয়েছে ত্বকে আঁকার জন্য, ভ্রুর চুলে কিন্তু নয়, তাই আর্চের ফাঁকা অংশ ভরতে আপনি অনায়াসে এটি ব্যবহার করতে পারেন, ভ্রু তে ভলিউম বা ফোলাভাব নিয়ে আসতে পারেন এবং একে সঠিক শেপ দিতে পারেন। আইব্রো পেনের এফেক্ট অনেক সময় ধরে থাকে, ধেবড়ে যায় না বা ঘাম ও জলীয় ভাব রোধ করে

আইব্রো পেন কাদের প্রয়োজন হয়?

মেকআপে যারা দক্ষ এবং যারা সদ্য শুরু করেছে তাদের আইব্রো পেন খুব দরকারী। চুলের মত স্ট্রোক আঁকতে, আর্চগুলি ঘন দেখাতে এবং ফাঁকা জায়গা ভরাট করতে এটি সেরা প্রসাধনী। যদি ভ্রু-তে কোন দাগ থাকে, তবে সেটা ঢেকে ফেলতে আইব্রো পেন দারুন কাজে লাগে যা সাধারণ আইব্রো পেনসিলে কখনোই সেই এফেক্ট পাওয়া যায় না।

মাইক্রোব্লেডিং পেন – বৈশিষ্ট্য

একটি মাইক্রোব্লেডিং এর এফেক্ট, আইব্রো পেনসিল, ব্রো পাউডার বা আইব্রো পোমেড থেকে একেবারে অন্যরকমের হয়। এর আরো চমৎকার টিপটির সাহায্যে মুহুর্তের মধ্যে চুলের মত স্ট্রোক দিয়ে ফাঁকা জায়গাগুলি ভরাট করে ফেলা যায়! মাইক্রোব্লেডিং পেন ভ্রু-যুগলকে সুনির্দিষ্ট করে, ভলিউম বা ফোলা ভাব যোগ করে এবং ভ্রুর দাগ ঢেকে দেয়। এটি যত ভালোভাবে মাইক্রোব্লেডিং এফেক্ট দিতে পারে তা অন্য কোন ভ্রু মেকআপের পণ্য দিতে পারেনা। এর ব্যবহারেও কোন খুঁত নেই এবং এতে কোন ব্যথা লাগে না…

কোন আইব্রো পেন বেছে নেবেন?

সেরা মানের আইব্রো পেন খুঁজছেন? তাহলে ন্যানোব্রো মাইক্রোব্লেডিং পেন নিয়ে আসুন! এই নিখুঁত আইব্রো পেনটির চমৎকার টিপ দিয়ে সহজেই স্বাভাবিকের মত দেখতে প্রত্যেকটি চুল এঁকে ফেলা যায়। পুরো জায়গাটি ঢেকে ফেলা যায়ঃ স্বাভাবিক থেকে কিছুটা বেশি পালকের মত এবং তার থেকে বেশি বোল্ড। ন্যানোব্রো মাইক্রোব্লেডিং পেনের এফেক্ট অনেকসময় ধরে থাকে এবং এটি ঘাম রোধ করে ও কোন ভাবে ছড়িয়ে না গিয়ে সারা দিন এর সুন্দর রঙ বজায় রাখে। এটি ব্যবহার করে অনায়াসে এবং তাড়াতাড়ি ভ্রু-যুগলকে সুনির্দিষ্ট ও ভরাট করে তোলা যায়!

মাইক্রোব্লেডিং পেন – কীভাবে ব্যবহার করবেন?

১। আর্চ থেকে শুরু করুন এবং এর সবচেয়ে উঁচু অংশে লাগান।

২। ভ্রু-র শেষাংশ বা লেজ পর্যন্ত যান – ভ্রু-র এই অংশটি জোরালো হতে হবে, তাই আপনি এখানে গাঢ় শেড ব্যবহার করতে পারেন।

৩। এবারে ভ্রু-র মাঝের অংশ ভরাট করুন – নিচের প্রান্তের কাছটা মোটা করার চেষ্টা করুন, তারপর ওপরের প্রান্তে সরু, চুলের মত স্ট্রোক দিন। মোটা লাইন যাতে না হয় তার জন্য পেনটি দিয়ে ত্বকের ওপর খুব জোরে চাপ দেবেন না। কখনো কখনো মাত্র কয়েকটি চুলের মত স্ট্রোকই যথেষ্ট।

৪। ফাঁকা জায়গাগুলিতে নজর দিন – এখানে আপনি আরো কয়েকটি চুল আঁকতে পারেন এবং আরও স্বাভাবিক দেখানোর জন্য পেনের দুটো শেড ব্যবহার করুন।

৫। সব শেষে, ক্লিয়ার জেল দিয়ে এই লুকটি সেট করে নিন।

প্রয়োজনীয় ভ্রু মেকআপ টিপস

  • যদি আপনার ভ্রু পাতলা হয় বা সুনির্দিষ্ট না হয়, এই পেন দিয়ে আরো সুন্দর করে ভ্রু-র আউটলাইন সুনির্দিষ্ট করে তুলতে পারবেন।
  • যদি আপনি যেমন চাইছেন আপনার পেনটি দিয়ে সেই এফেক্ট তৈরী করা যাচ্ছে না, তবে টিপ বা মাথায় কালি পৌছানোর জন্য পেনটি ঝাঁকিয়ে নিন। এছাড়াও আপনি এর কার্যকারীতা বাড়ানোর জন্য ত্বকের ফাঁকা অংশে, যেমন হাতে, কিছু কিছু মোটা লাইনও এঁকে ফেলতে পারেন। 
একটি মন্তব্য লিখুন। মডারেটরের অনুমোদনের সাথে সাথে এটি পোস্ট করা হবে।
গোপনীয়তা নীতি

আমাদের ওয়েবসাইট বাহ্যিক সরঞ্জামগুলি ব্যবহার করার জন্য কুকিজ, এছাড়াও তৃতীয় পক্ষের কুকিজ ব্যবহার করে। যদি ব্যবহারকারী তাদের সম্মতি না দেয় তবে শুধুমাত্র প্রয়োজনীয় কুকি ব্যবহার করা হয়। আপনি যেকোনো সময় আপনার ব্রাউজারে সেটিংস পরিবর্তন করতে পারেন। আপনি কি সমস্ত কুকি ব্যবহার করার জন্য আপনার সম্মতি দেন?

গোপনীয়তা নীতি