হট ট্রেন্ডঃ সোপ ব্রো। কী করে ব্রো সোপ লাগানো যায়; এর প্রভাব

সোপ ব্রো-র প্রত্যেকটি ধাপ

আপনি কী কখনও সোপ ব্রো-র কথা শুনেছেন? যদিও এটি শুনতে খুব অবাক লাগছে, কিন্তু আইব্রো স্টাইলিং এর ক্ষেত্রে সোপ ব্রো সবচেয়ে প্রথমে ট্রেন্ড করছে। সোপ ব্রোর এফেক্টগুলো কী জানুন এবং নিখুঁত ভাবে স্টাইল করা ও স্বাভাবিক দেখতে আইব্রোর জন্য কোন সোপ বেছে নেবেন তা জেনে নিন।

ব্রো সোপ কী?

আপনি কী জানেন ব্রো সোপ হল খুব সহজে কিন্তু খুব সুন্দর উপায়ে আপনার ভ্রু-যুগলকে সুনির্দিষ্ট করে তোলার উপায়? এটা নতুন কোন ট্রেন্ড নয় – এটি অনেক আগেই আবিষ্কৃত হয়েছিল যে সাবান ভ্রু-র চুলগুলিকে সুনির্দিষ্ট এবং নিয়ন্ত্রণ করতে পারে এবং সারা দিন ধরে নিখুঁত রাখতে পারে কোনও টাচ-আপের প্রয়োজন ছাড়াই। ব্রো সোপ ১০০ বছর আগে থেকেই জনপ্রিয় হয়েছে। প্রথমে, হলিউডে একে আবিষ্কার করা হয়েছেঃ এই প্রাকৃতিক পণ্যটি নিশ্চিত করে যে অভিনেত্রীদের ভ্রু মেক-আপ ফিল্ম সেটে দীর্ঘ ক্ষণ ধরে স্থায়ী হয় এবং শেষ শট পর্যন্ত তা চমৎকার থাকে! বর্তমানে, ব্রো স্টাইলিং সোপ এবং সোপ ব্রো নামে এক উপায়ে ওই পদ্ধতিকে ফিরিয়ে নিয়ে এসেছে।

আইব্রো সোপ বা সাবানে থাকে প্রধানত গ্লিসারিন যা একে নমনীয় ও ব্যবহার করা সহজ করে তোলে। এটি আপনাকে তাড়াতাড়ি আপনার ভ্রু স্টাইল করতে সাহায্য করে এবং একে একটা স্বাভাবিক ও স্টাইলিশ লুক দেয়। আপনার প্রতিদিনের মেকআপে এটি একদম সঠিক বিকল্প! এই পদ্ধতির মাধ্যমে আপনার ভ্রু স্বাভাবিক ও ঘন দেখতে লাগে।

সোপ ব্রোঃ সেটা কী?

সোপ ব্রো-কে সাধারণভাবে বলা যায় সাবানের বার দিয়ে ভ্রু-কে সুনির্দিষ্ট করে তোলা। আইব্রো স্টাইলিং এর এই পদ্ধতির জন্য একটি স্পুলি ও একটি সাবান বার লাগে। মেকআপের জন্য, আপনি গ্লিসারিন সাবান বেছে নিতে পারেন কিন্তু এতে ভ্রু-র জন্য বিশেষ ভাবে তৈরী বিউটি প্রোডাক্টের মত নিখুঁত ফল পাওয়া যায় না। এই পদ্ধতিতে ভ্রু মেকআপ পণ্যগুলির বদলে সাবান ব্যবহার করা হয়, কারণ এটি ভ্রু-র চুলগুলিকে সুনির্দিষ্ট করে তোলে এবং সেট করে, যা অনবদ্য এবং দীর্ঘস্থায়ী হয়। আপনার ভ্রু-কে আপনি যে শেপেই রাখতে চান তা করতে সাবান সাহায্য করে। এখনকার দিনে, সমস্ত ভ্রু-র চুলগুলিকে ওপরের দিকে ব্রাশ করার ফ্যাশন চলছে যাতে আপনার ভ্রু-র আর্চগুলি দেখতে ঘন ও মোটা লাগে। যেহেতু সাবান প্রত্যেকটি চুল কে স্বচ্ছ ফিল্মের আবরণে মুড়ে দেয় তাই এগুলিকে দেখতেও ঘন লাগে। এই ভাবে পুরো ব্রো স্টাইলিং-কে স্বাভাবিক কিন্তু একইসঙ্গে বোল্ড লুক দেওয়া যায়।

সোপ ব্রো-র প্রত্যেকটি ধাপ

১। একটি স্পুলিকে জল দিয়ে ভিজিয়ে নিন যাতে সাবান আরো বেশি মাত্রায় নরম হতে পারে (এটা অবশ্য সবসময় দরকার নেই)।

২। স্পুলিতে অল্প একটু সাবান লাগিয়ে নিন।

৩। ভ্রু-তে সাবান সমানভাবে লাগিয়ে নিন এবং চুলগুলিকে ব্রাশ করে নিন।

৪। চুলগুলি বিভিন্ন দিকে ব্রাশ করুন, এভাবে করলে সাবান পুরো ভ্রু-তে সমানভাবে ছড়িয়ে পড়বে।

৫। সব শেষে, সঠিক শেপ পেতে ভ্রু-র চুলগুলিকে ওপরের দিকে ব্রাশ করুন। ব্যস হয়ে গেছে!

টিপস!

যদি আপনি চান, তবে এই সোপ ব্রো এফেক্টকে আরো ভালো করতে অল্প পোমেড, আইব্রো মাস্কারা বা শ্যাডো সাবান লাগানো ভ্রু-তে লাগিয়ে নিন। মনে রাখবেন সাবান শুকিয়ে গেলে তবেই রঙ দিয়ে ভরাট করবেন।

ভ্রু-র জন্য সাবান – কোন সাবান বেছে নেবেন?

  • প্রচলিত, চারকোল বা গ্লিসারিন সাবান

প্রাকৃতিক ও গ্লিসারিন সাবানই সাধারণত বেছে নেওয়া হয়। ব্যবহারের পরে এধরণের সাবানকে জল দিয়ে নরম করে নিতে হবে। এটিকে আরো নরম ও নমনীয় হতে হবে যাতে তা সহজেই লাগানো যায়। যদি আপনার ভ্রু-যুগল কালো হয়, তবে আপনি চারকোল সাবান ব্যবহার করতে পারেন। এধরণের সাবান খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় ও ভ্রু-কে বেশ শক্ত করে তোলে, এর ফলে আপনার ভ্রু-কে শেপ করতে খুব বেশি সময় দিতে হয় না।

  • জেল সাবান – ভেজানোর দরকার নেই

ভ্রু স্টাইলিং এর জন্য বিশেষভাবে তৈরী। গ্লিসারিন-জেল সাবানে খুব চমৎকার, মোলায়েম ঘনত্ব রয়েছে, সোপ ব্রো তৈরী করার জন্য একদম সঠিক জিনিস। এধরণের সাবান জল, টোনার, বা ফুলের জলের (হাইড্রোসোল) সঙ্গে মেশানোর দরকার নেই। প্যাকেজিং থেকেই এটিকে স্পুলি দিয়ে সরাসরি লাগানো যায়। এই সাবানে কোন রঙ নেই, ভ্রু-তে এর কিছু অবশিষ্টাংশ পড়ে থাকে না এবং গড়িয়ে পড়ে না। এতে আপনার ত্বকও শক্ত হয়ে যায় না। এটির এফেক্ট অনেকক্ষণ থাকে এবং একই সঙ্গে ঘাম ও আর্দ্রতাকেও আটকায়। এছাড়া, এটি চটচটে নয়। এটা লাগানো খুব সহজ, ভ্রু-র চুলে এই সাবান যেহেতু ব্রাশ করা সহজ এবং চটজলদি সেট হয়ে যায় না, তাই আপনার কাছে ভ্রু-জোড়াকে অন্যভাবে সেট করার যথেষ্ট সময় থাকে।

ব্রো সোপ – পরামর্শ, ব্যবহার ও ভরাট করা

নিশ্চিত হন যে এই সাবান আগে থেকে পরিষ্কার করা ভ্রু-তে ব্যবহার করা হচ্ছে কিনা। ফাউন্ডেশন, ব্রো পেনসিল, আইশ্যাডো বা ব্রো পোমেডের ওপর এটি লাগাবেন না। যদি তা করেন, তাহলে হয় সাবান সমস্ত ভ্রু থেকে মেকআপ প্রোডাক্ট ব্রাশ করে সরিয়ে দেবে না হলে আপনার মেকআপ খারাপ হয়ে যাবে এবং আপনাকে আবার গোড়া থেকে শুরু করতে হবে। এছাড়া মনে রাখবেন যে সাবান লাগানোর আগে কোন এসপিএফ বা ময়েশ্চারাইজার লাগিয়ে তাকে সম্পূর্ণ শুকিয়ে যেতে দিতে হবে। একমাত্র তখনই আপনি সবচেয়ে ভালো এবং অনেকক্ষণ থাকবে এমন এফেক্ট পাবেন।

আপনি কি জানেন যে…

স্টাইল করার সময় সবচেয়ে ভালো ব্রো সাবান ব্যবহার করলে স্পুলি ভেজানোর দরকার হয় না। আপনি বিউটি প্রোডাক্ট একদম সোজা কৌটো থেকে নিয়ে ব্যবহার করতে পারেন এবং শুধু স্পুলি দিয়ে ভ্রু-কে ব্রাশ করে নিন, ভ্রু-র চুলগুলিকে একটু ওপরের দিকে তুলে দিন। এটা ঠিক এতটাই সহজ!

একটি মন্তব্য লিখুন। মডারেটরের অনুমোদনের সাথে সাথে এটি পোস্ট করা হবে।
গোপনীয়তা নীতি

আমাদের ওয়েবসাইট বাহ্যিক সরঞ্জামগুলি ব্যবহার করার জন্য কুকিজ, এছাড়াও তৃতীয় পক্ষের কুকিজ ব্যবহার করে। যদি ব্যবহারকারী তাদের সম্মতি না দেয় তবে শুধুমাত্র প্রয়োজনীয় কুকি ব্যবহার করা হয়। আপনি যেকোনো সময় আপনার ব্রাউজারে সেটিংস পরিবর্তন করতে পারেন। আপনি কি সমস্ত কুকি ব্যবহার করার জন্য আপনার সম্মতি দেন?

গোপনীয়তা নীতি