আইব্রো পোমেড ব্যবহার করার গাইড

ব্রো পোমেড ব্যহারের বিভিন্ন ধাপ

ইদানীং আইব্রো পোমেড সবচেয়ে হটেস্ট ট্রেন্ড বলে মনে করা হচ্ছে। এই অনন্য প্রসাধনীটি আপনার ভ্রু-যুগলকে যথাযথ এফেক্ট দিতে দারুন কাজ করে, যা মাস্কারা বা আইব্রো পেনসিলে পাওয়া যায় না। আপনি কি ব্রো পোমেড ব্যবহার করতে চান কিন্তু জানেন না কী উপায়ে তা সঠিকভাবে ব্যবহার করতে হয়? আপনি নিখুঁত ভাবে সুনির্দিষ্ট একজোড়া ভ্রু পাওয়ার স্বপ্ন দেখেন? ভ্রু মেকআপের সেরা উপায়টি শিখে নিন – আমাদের গাইড ভ্রু পোমেড দিয়ে নিখুঁত মেকআপের রহস্যটি প্রকাশ করবে!

আইব্রো পোমেড কী?

আইব্রো পোমেড হল একধরনের প্রসাধন সামগ্রী যার ঘনত্ব একটি মোম বা পেষ্টের মত – এটা ঘন এবং কাঁচ বা প্লাস্টিকের জারে রাখা থাকে। অতি মাত্রায় ঘনত্বের কারণে এর পিগমেন্টেশন খুব বেশি হয় এবং খুব ভালো করে এটি ভরাট করতে পারে – ব্রোল্ড ব্রো মেকআপের জন্য যা আদর্শ। এটা আপনার ভ্রু-যুগলকে যথাযথভাবে সুনির্দিষ্ট করে তোলে, ফাঁকা জায়গা থাকলে ভরাট করে এবং সত্যিকারের চুলের মতই এফেক্ট তৈরী করে। পোমেড আপনার ভ্রু-দুটির প্রান্তরেখা বা আউটলাইন নিখুঁত করে গুছিয়ে রাখতে সাহায্য করে।

আইব্রো পোমেড – কাদের জন্য এটি প্রয়োজন?

পোমেড একটি অনন্য এবং বহুমুখী প্রসাধন সামগ্রী, কারণ এটি ভ্রু মেকআপে বিভিন্ন ধরণের এফেক্ট তৈরী করতে পারে: মোটা এবং জোরালো থেকে সুক্ষ্ম ভ্রু-র স্টাইল তৈরী করা যায়। যা একে যেকোনো ভ্রু-র শেপ তৈরীর জন্য আদর্শ করে তোলে – পুরু, ও বোল্ড, যার জন্য শুধু শেপ ঠিক করা প্রয়োজন, এবং পাতলা ও ফাঁকা ভ্রু, যাকে গোড়া থেকে "তৈরি" করার জন্য, শেপ ঠিক করে, ভরাট করে এবং সুনির্দিষ্ট করে তোলে। যদি আপনি ব্রো মেকআপের বিভিন্ন এফেক্ট কীকরে করতে হয় শিখে নিতে পারেন – যেমন ফাঁকা জায়গা ভরাট করা, প্রত্যেকটি চুল আসলের মত আঁকা, ভ্রু খুব সুক্ষ্ম ভাবে হাইলাইট করা, বোল্ড করা – সবই স্টাইল করা যায়। এধরনের সম্ভাবনার কোন শেষ নেই – অনেক রয়েছে, সব কিছু নির্ভর করছে আপনি ঠিক কোন লুকটি চাইছেন তার ওপর। শুধু মনে রাখবেন ভ্রু-র শেপ, কতটা মোটা চাইছেন এবং ভ্রু-র অবস্থান সব যেন আপনার মুখের আকৃতির সঙ্গে মেলে।

ব্রো পোমেড ব্যবহার করতে আপনার কী লাগবে?

সঠিকভাবে ও সহজে আপনার ভ্রু তে পোমেড লাগাতে, আপনার খুব ভালো মানের একটি ব্রাশ লাগবে। এটা খুব পাতলা, চ্যাপ্টা ও বাঁকানো  হতে হবে। এতে সঠিক মাত্রায় ব্রিসল থাকতে হবে যাতে তা যেন খুব বেশি নমনীয় না হয়ে পড়ে এবং খুব বেশি মোটা লাইন আঁকা না হয়ে যায়। একটি সঠিক ব্রাশ যথাযথ মেক-আপকে নিশ্চিত করে এবং যাতে আপনি মেকআপ করার সময় স্বাচ্ছন্দ্যবোধ করেন। পোমেড ভেজা এবং চটচটে কিন্তু স্থিতিশীল, ফলে প্রত্যেকটি ব্রাশ স্ট্রোক চিহ্ন রেখে যায়। এই জন্যই পোমেড লাগাবার সময়, চেষ্টা করুন আলতো স্ট্রোক দিয়ে শুরু করতে আর ধীরে ধীরে স্ট্রোকের শক্তি বাড়াতে

ব্রো পোমেড ব্যহারের বিভিন্ন ধাপ

১। অনেকক্ষণ সময় ধরে ঠিক থাকা ও ত্রিমাত্রিক মেকআপের জন্য, প্রথমে স্বচ্ছ পাউডার ভ্রু-তে লাগিয়ে নিলে ভালো হয় এবং তারপর বাড়তি পাউডারটা ব্রাশ করে ঝেড়ে ফেলুন। এই কাজের জন্য স্পুলি ব্যবহার করা খুব ভালো উপায়।

২। এবারে আপনার ভ্রু-জোড়ার আউটলাইন বা প্রান্তগুলোতে নজর দিন। ব্রাশে অল্প একটু পোমেড লাগান। আপনারে হাতের পেছন দিকে বাড়তি পোমেড মুছে নিন এবং ভ্রু-র একদম নীচের প্রান্তে একটি সরু লাইন আঁকুন। সঠিক মাত্রার বিষয়টি মনে রাখবেন এবং আপানর ভ্রু-র আর্চের জন্য একদম আদর্শ শেপটি ঠিক করে নিন। আপনার মুখের আকৃতির সঙ্গে এর মিল হওয়া দরকার।

টিপস

আপনি যেমনটি চাইছেন যদি সেরকম না হয়, আইব্রো পোমেড শুকিয়ে যাওয়ার আগে তখনই টাচ-আপ করে নিন

৩। একবার আপনার ভ্রু-র আউটলাইন আঁকা হয়ে গেলে, দেখে নিন ওই লাইনের বাইরে যাতে কোন চুল না থাকে। খুব ভালো একটি ট্যুইজার যা যেকোন চুলকে ভালোভাবে ধরতে পারে তা দিয়ে আইব্রোকে গ্রুম করে নিন।

৪। আপনার ব্রাশে এখনো অনেকটা পোমেড আছে যা দিয়ে ভ্রু-র ওপরের প্রান্তকে এঁকে নেওয়া যাবে। এঁকে নিন, কিন্তু মনে রাখবেন ভ্রু-র শেষ অংশটিতে আরো বেশি জোর দেওয়া দরকার। একে নজরে রাখতে আপনি বাড়তি একটু পোমেড ব্রাশে নিতে পারেন। রঙের এই ক্রমবিন্যাস আপনার ভ্রু-যুগলকে আরও স্বাভাবিক লুক দেবে, তাই শেষের অংশটিকে সবচেয়ে গাঢ় এবং সামনের দিকে আবছা ভাবে ভরাট করা লুক, মানে গাঢ় থেকে ধীরে ধীরে হালকা হয়ে মিলিয়ে যাবে। এভাবেই কেতাদুরস্থ ওম্ব্রে এফেক্ট তৈরী হবে।

৫। জার থেকে কিছুটা পোমেড নিয়ে আলতো করে সারা ভ্রু-তে রঙ লাগিয়ে দিন, খেয়াল রাখবেন রঙের বিন্যাস ও শেষের অংশে আরো বেশি করে রঙের প্রলেপ দেওয়া।

৬। একটি পরিষ্কার স্পুলি নিয়ে বাড়তি পোমেড সরিয়ে নিন, ওপরের লাইনটি ও মাঝের অংশের খেয়াল রাখবেন (এটা খুব তীক্ষ্ণ হবে না)। আপনি শেষের অংশ ছেড়ে দিতে পারেন।

৭। যদি আপনি মনে করেন তবে আপনার ভ্রু দুটির মেকআপকে ক্লিয়ার জেল লাগিয়ে ঠিক করে নিতে পারেন। এতে আপনার ভ্রু-র চুলগুলি সমস্ত দিন একই জায়গায় থাকবে, ফলে আপনি সারাদিন ধরে আপনার ভ্রু-জোড়ার শেপকে সঠিকভাবে বজায় রাখতে পারবেন। আইব্রো জেলও একটি ত্রিমাত্রিক এফেক্ট দেয় ও হালকা করে চুলগুলিতে একটা চকচকে ভাব আনে, ভ্রু-র সৌন্দর্য্যে একটা সম্পূর্ণতা নিয়ে আসে।

টিপস

আপনি যদি ভুলবশত ভ্রু লাইনের বাইরে চলে যান তবে এটিকে কিছুটা কনসিলার লাগিয়ে পরিষ্কার করে নিন। একটু সরু ব্রাশ এই কাজের জন্য ভালো।

কোন আইব্রো পোমেড বেছে নেবেন?

উঁচু মানের এবং স্থিতিশীল বা ডিউরেবল মেকআপের জন্য সবচেয়ে ভাল ফল পেতে হলে, একটি চমৎকার পিগমেন্টেশনসহ বিভিন্ন সূক্ষ্ম শেডের সেরা মানের প্রসাধন সামগ্রী বেছে নিন। ঠিক যেমন ন্যানোব্রো আইব্রো পোমেড – এর চমৎকার সাটিন টেক্সচার এবং টেকসই ওয়াটারপ্রুফ ফর্মুলার পাশাপাশি, এর সুচিন্তিত শেডগুলি আপনাকে অল্প সময়ের মধ্যেই ভ্রু মেকআপের মাস্টার করে তুলতে পারে। নিজের সৌন্দর্য্যের বিষয়ে কোন আপোষ করবেন না – সেরা উপাদানে তৈরী ভালো মানের ভ্রু প্রসাধন সামগ্রী বেছে নিন। ন্যানোব্রো বেছে নিন!

শুকিয়ে যাওয়া পোমেড সংরক্ষণ করবেন কীভাবে?

প্রত্যেক আইব্রো পোমেডই খুব বেশি মাত্রায় ক্রীমযুক্ত, দৃঢ় এবং ঘন একটি ফর্মুলা। এর ঘনত্বই সময়ের সাথে সাথে একে শুকিয়ে ফেলে। ভাগ্যক্রমে একে রক্ষা করা যায়! আপনি যদি পোমেডে আবারো তরল ও ক্রীমের ঘনত্বের মিশ্রণ চান তবে শুধু এক ফোঁটা ডিউরালিন দিয়ে দিন – এই অনন্য প্রসাধন সামগ্রীটি মেকআপ ফ্যানদের খুব কাজে আসবে, এটি আইব্রো পোমেডকে পাতলা করা ছাড়াও আরো অনেক কাজে লাগানো যায়! মেকআপের সামগ্রীতে এটি দেওয়া হলে এটি সেই ফর্মুলাকে তরল ও ওয়াটারপ্রুফ করে তোলে বা সেগুলি যখন খুব ঘন হয়ে যায় তখন তরল করে দেয়। এতে যে কোন মেকআপ পণ্য ব্যবহার করা সহজ হয়ে যায় – ফাউন্ডেশন থেকে লিপস্টিক এবং আইশ্যাডো যখন তরল হয়ে যায় তখন লাগানো সহজ হয়।

আপনার আইব্রো মেকআপ উপভোগ করুন!

একটি মন্তব্য লিখুন। মডারেটরের অনুমোদনের সাথে সাথে এটি পোস্ট করা হবে।
গোপনীয়তা নীতি

আমাদের ওয়েবসাইট বাহ্যিক সরঞ্জামগুলি ব্যবহার করার জন্য কুকিজ, এছাড়াও তৃতীয় পক্ষের কুকিজ ব্যবহার করে। যদি ব্যবহারকারী তাদের সম্মতি না দেয় তবে শুধুমাত্র প্রয়োজনীয় কুকি ব্যবহার করা হয়। আপনি যেকোনো সময় আপনার ব্রাউজারে সেটিংস পরিবর্তন করতে পারেন। আপনি কি সমস্ত কুকি ব্যবহার করার জন্য আপনার সম্মতি দেন?

গোপনীয়তা নীতি