ভ্রু মেক-আপের কৌশল

নিখুঁত ভ্রু-র জন্য সেরা মেকআপ কৌশল

ভ্রু-যুগলকে সুনির্দিষ্ট করে তোলা মেক-আপের একটি অবশ্য অঙ্গ। ভ্রু-জোড়া নিয়ে কী আপনাকে কখনো কখনো সমস্যায় পড়তে হয়? আপনার সুন্দর আর্চগুলিকে সহজেই কীভাবে চমতকৃত করে তোলা যায় তার কৌশলগুলি শিখে নিন।  ভ্রু মেক-আপের অব্যর্থ কৌশলগুলি শিখে নিতে পড়তে থাকুন – যা মেকআপ আর্টিস্টরাও ব্যবহার করে।

প্রতিদিনের ভ্রু-র যত্ন – সুন্দর ভ্রু মেক-আপের রহস্য

আপনি যদি ভ্রু চর্চা এবং জমকালো মেক-আপ করার কথা ভাবেন, তাহলে অবশ্যই আপনার ভ্রু-র চুল গুলির বিশেষ যত্ন নিতে হবে। চুলগুলি যত বেশি স্বাস্থ্যজ্জ্বল থাকবে, ততটাই সুন্দর দেখতে লাগবে। যদি সেগুলি মজবুত, মোটা ও ভালো যত্ন নেওয়া হয়, তাহলে আপনার ভ্রু মেক-আপ নিখুঁত হবে যা কখনোই ফাঁকা ফাঁকা ভ্রুতে করা যাবে না।

স্বাস্থ্যজ্জ্বল, সুন্দর ভ্রু-র জন্য কী ব্যবহার করতে হবে? নিঃসন্দেহে একটি ব্রো সিরাম সবচেয়ে বেশি কার্যকরী – ঘুমানোর আগে প্রতিদিন এটি ব্যবহার করুন। আপনার ভ্রু দুটি খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে উঠবে!

নিখুঁত ভ্রু-র জন্য সেরা মেকআপ কৌশল

নিখুঁত ভ্রু মেক-আপ খুব কঠিন বিষয় নয় – আপনাকে শুধু জানতে হবে অল্প একটু চেষ্টাতেই সবচেয়ে ভালো এফেক্টের জন্য কীভাবে এটি করা যায়।

#১ মেক-আপ করার আগে ভ্রু-তে পাউডার লাগান

যাদের ভ্রু-তে ভলিউম কম বা যাদের ত্বক তেলতেলে তাদের জন্য এই কৌশলটি খুব কাজে লাগে। ভ্রু-র চুলগুলিতে স্বচ্ছ দেখতে বাঁশ, খনিজ বা চালের পাউডার লাগান – এতে একটা ম্যাট ফিনিশ আসবে এবং অতিরিক্ত তেল শুষে নেবে। এর মানে হল মেক-আপ অনেক সময় ধরে বজায় থাকবে – প্রসাধনীগুলি ঘেঁটে যাবে না।

#২ কোণযুক্ত ব্রাশ নিন

আপনি কী জানেন মেক-আপ আর্টিস্টরা সরু, কোণযুক্ত ব্রাশ ছাড়া কখনোই কাজ করবেন না? এরকম একটি সাধারণ জিনিসের সাহায্যে আপনি এঁকে নিতে পারেন মোটা বা সরু লাইন। ব্রাশের সবচেয়ে সরু অংশটি আপনার ভ্রু-যুগলকে নিখুঁতভাবে ভরাট করে দেবে যার ফলে আর্চগুলি স্বাভাবিক দেখতে, নিখুঁত ও সুন্দর হয়ে উঠবে। ভালো মানের মেক-আপের যন্ত্রপাতি নিন যার সাহায্যে সত্যিকারের ভ্রু-র চুলের মতই মেকআপ করা যায়। আপনি যে শুধুমাত্র ব্রো পোমেড, পাউডার এবং ওয়াক্স লাগাবার জন্য কোণযুক্ত ব্রাশ ব্যবহার করবেন তা নয়, সেই সঙ্গে অন্যান্য মেকআপের সামগ্রীগুলোকে ঠিক মতো মেশাতেও পারবেন।

#3 মেকআপ লাগানোর পর পুরো ভ্রু ব্রাশ করে নিন

যখন আপনি ভ্রু ভরাট করেন তখন হয়ত ভরাট করার জিনিসটি সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে না। কী করে পুরো ভ্রু-তে একে সমান করে ছড়িয়ে দেওয়া যায়? আপনার যা লাগবে তা হল ছোট একটি স্পুলি যা ভ্রু-র প্রান্তগুলিকে হালকা করে তুলবে ও এতে পুরো জিনিসটি সমানভাবে মিশে যাবে।

#৪ খুব দ্রুত ভ্রু মেক-আপের উপায়

ব্রাশের কথা বলতে গেলে, একটা কৌশলের কথা বলতে হবে যার সাহায্যে নিমেষের মধ্যে ভ্রু সুন্দর হয়ে যাবে!  ভ্রু সুন্দর করতে এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুততম উপায় – আপনার লাগবে একটি স্পুলি এবং ব্রো পেনসিল বেজ বা ব্রাউন রঙের। পণ্যটি স্পুলিতে খুব অল্প একটু নিন এবং পুরো ভ্রু-তে ব্রাশ করুন। এইভাবে আপনি খুব দ্রুত আপনার ভ্রু-যুগলকে সুনির্দিষ্ট করে তুলতে পারবেন

#৫ তীক্ষ্ণ প্রান্ত এড়িয়ে চলুন

মনে রাখবেন ওপরের ভ্রু লাইনকে হালকা রাখতে হবে এবং তীক্ষ্ণ প্রান্তরেখা বা কনট্যুর এড়িয়ে চলতে হবে। আপনি যদি জোরালো ও মোটা লাইন করে ফেলেন তাহলে আপনার ভ্রু-জোড়া কার্টুনের মত দেখতে লাগতে পারে, এবং সেটা নিশ্চই আপনার পছন্দের স্টাইল নয়।

#৬ আপনার ভ্রু দুটিকে আরো বেশি করে সুনির্দিষ্ট করে তোলা

মেক-আপ আর্টিস্টরা এই কৌশল বহু বছর ধরে অনুসরণ করে আসছেনঃ নিচের ভ্রু লাইনের নিচে একটি ন্যুড ব্রো/আই পেনসিল বা কনসিলার ব্যবহার করুন – ওপরের লাইনটি হালকা এবং স্বাভাবিক দেখতে হবে আর নিচের লাইনটি সমান ও নির্দিষ্ট হবে। এভাবে স্বাভাবিক দেখতে আর্চ তৈরী হবে, এতে ভ্রু-জোড়া লিফট করা থাকবে এবং পুরো ভ্রু-কে অভিনব ও বিন্যস্ত লাগবে।

#৭ ব্রো জেল ব্যবহার করে আপনার ভ্রু-যুগলকে গুছিয়ে ফেলুন

যদি আপনার ভ্রু এলোমেলো ও অনিয়ন্ত্রিত হয় তবে কিন্তু সেরা মেক-আপের পণ্যগুলিও কাজ করবে না। নিখুঁত শেপ তৈরী করতে ও তাকে বজায় রাখতে আপনার লাগবে একটা ক্লিয়ার বা টিন্টেড ব্রো জেল। অনিয়ন্ত্রিত ভ্রু-কে জায়গায় নিয়ে আসতে এটি একটি চমৎকার আইডিয়া। একটি ভালো মানের জেল সঠিক শেপ দিতে পারে আর সবচেয়ে ঘন ও এলোমেলো ভ্রু-কেও চকচকে করে তুলতে পারে।

#৮ সঠিক রঙ বেছে নিন

শুধু ভালো মানের পণ্যের ওপরই ব্রো আর্টিস্টরা নির্ভর করেন না – তাদের কাছে রঙও একইরকম গুরুত্বপূর্ণ। সঠিক মেক-আপের জন্য আপনার কমপক্ষে দুটি রঙের শেড লাগবে তা কী আপনি জানেন? উদাহরণস্বরূপ, ফাঁকা ফাঁকা ভ্রু ভরাট করার জন্য আপনি ঝকঝকে রঙের ব্রো পাউডার, মার্কার বা পেনসিল ব্যবহার করতে পারেন কিন্তু ভ্রু যাতে অতিরিক্ত জোরালো বা বোল্ড না হয়ে যায় তার জন্য আপনার হালকা রঙের শেডও লাগবে। কয়েকটি রঙ ব্যবহার করে আপনি স্বাভাবিক দেখতে ওম্ব্রে এফেক্ট তৈরী করতে পারবেনঃ শুরু করুন হালকা পাউডার দিয়ে এবং তারপর ধীরে ধীরে গাঢ় রঙের শেড লাগাতে থাকুন।

#৯ দেখে নিন সমতা বজায় আছে কিনা

আপনি যদি নিখুঁত ব্রো লুক চান, তবে তা কিন্তু মেক-আপের বাকি সবকিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হবে। যদি আপনি বোল্ড স্মোকি আইজ চান, তাহলে আর্চগুলি বোল্ড রাখবেন। দিনের মেকআপের জন্য হালকা সুক্ষ্ম এফেক্ট দরকার। নিখুঁত মেক-আপের চাবিকাঠি হচ্ছে সবকিছুর মধ্যে সঙ্গতি

#১০ ব্রো স্টেনসিল এড়িয়ে চলুন

পছন্দসই একজোড়া ভ্রু পেতে ব্রো স্টেনসিল হচ্ছে সবচেয়ে সহজ উপায়, তবে, আপনাকে মনে রাখতে হবে আপনার মুখের নিজস্ব বৈশিষ্ট্যগুলির জন্য এটি সঠিক উপায় নয়। আমাদের প্রত্যেকেরই মুখের গঠন, চোখের শেপ, চোখের ভেতরে ও বাইরের কোণ, দুই চোখের মধ্যে দূরত্ব এবং নাক ইত্যাদি আলাদা। তাই জন্য আমরা বলবো স্টেনসিলের বদলে ব্রো ম্যাপিং করুন – আপনি এতে সবচেয়ে সুন্দর ভ্রু-র শেপ তৈরী করতে পারবেন যা আপনার মুখের গঠনের সঙ্গে সুন্দর মানিয়ে যাবে।

একটি মন্তব্য লিখুন। মডারেটরের অনুমোদনের সাথে সাথে এটি পোস্ট করা হবে।
গোপনীয়তা নীতি

আমাদের ওয়েবসাইট বাহ্যিক সরঞ্জামগুলি ব্যবহার করার জন্য কুকিজ, এছাড়াও তৃতীয় পক্ষের কুকিজ ব্যবহার করে। যদি ব্যবহারকারী তাদের সম্মতি না দেয় তবে শুধুমাত্র প্রয়োজনীয় কুকি ব্যবহার করা হয়। আপনি যেকোনো সময় আপনার ব্রাউজারে সেটিংস পরিবর্তন করতে পারেন। আপনি কি সমস্ত কুকি ব্যবহার করার জন্য আপনার সম্মতি দেন?

গোপনীয়তা নীতি