
একটি সুন্দর মুখের চাই একদম নিখুঁত ভ্রু, এটাই শেষ কথা। প্রধান কথা হল এর এমন একটি শেপ চাই যা মুখের বৈশিষ্ট্যের সঙ্গে খাপ খায়। একমাত্র তখনই আপনি ভ্রু-যুগলকে সাজিয়ে তুলতে বা টিন্ট করে যা চাইছেন সেই এফেক্ট পেতে পারেন। তাই জন্য ব্রো ম্যাপিং ভীষণ গুরুত্বপূর্ণ। এটা কে সঠিকভাবে কীকরে করা যায় আপনি কী তা জানতে চান? এটা কী সহজেই বাড়িতে করা যায়? কীভাবে ভ্রু শেপ করা যায়? আমাদের পরামর্শগুলি পড়ুন।
ব্রো ম্যাপিং কী?
আপনি কী এমন সুন্দর একজোড়া ভ্রু-র স্বপ্ন দেখেন যা আপনার মুখের বৈশিষ্ট্যগুলির সাথে খাপ খায়? ব্রো ম্যাপিং হচ্ছে এমন একটি জিনিস যার মাধ্যমে ভ্রুর শেপ নিখুঁত করা যায়, সমস্ত কিছু বিশদেঃ ভ্রু কতটা চওড়া ও লম্বা, দুই ভ্রু-র মধ্যে দূরত্ব কত, কোথা থেকে তারা শুরু হচ্ছে, আর্চ এবং কোথায় শেষ হচ্ছে এইসব কিছু। ভালভাবে করা হলে, ব্রো ম্যাপিং ভ্রু এবং পুরো মুখের ভারসাম্য ফিরিয়ে দেয়, মুখ কমবয়সী দেখায় এবং চোখকে সুনির্দিষ্ট করে তোলে। এটা এত নিখুঁতভাবে করে যে অনেকে একে ‘ব্রো আর্কিটেকচার‘ বলেন। এতে লাইন আঁকা হয় ও বিশেষ অংশগুলি – ঘনত্ব, লম্বা ও চওড়া চিহ্নিত করা হয়।
বিঃদ্রঃ
সঠিকভাবে করা আইব্রো ম্যাপিং হল একদম প্রাথমিক পদক্ষেপ যদি আপনি ভ্রু-গুলি ভরাট, টিন্ট বা প্লাক করতে চান। এটা করা ভালো। যদি আপনি মনে করেন নিজে নিজে করতে পারবেন না, তাহলে আপনার ভ্রু-যুগল একজন প্রোফেশনালের কাছে সঁপে দিন। একজন ব্রো আর্টিস্ট এটা সবচেয়ে ভালোভাবে করতে পারবেন।
কীভাবে আপনার মুখের শেপের জন্য সবচেয়ে সুন্দর ভ্রু তৈরী করবেন?
আইব্রো ম্যাপিং পদ্ধতির উদ্দেশ্য হল আমাদের মুখের বৈশিষ্ট্যের সঙ্গে মিল রেখে সবচেয়ে সুন্দর ভ্রু শেপ তৈরী করা। এক্ষেত্রে বিপরীতের নিয়মটি কাজে আসেঃ যদি কোন মুখ ধারালো হয়, তাহলে হালকা আর্চ দেখতে ভালো লাগে এবং এর উল্টোটা। দেখে নিন কোন ভ্রু শেপ আপনার জন্য সেরা।
- ডিম্বাকৃতি মুখ – অনেক রকমের ভ্রু শেপই এই মুখের আকৃতির সঙ্গে খাপ খায়। প্রধান বিষয়টি হল আর্চগুলিকে স্বাভাবিক দেখতে লাগতে হবে এবং প্রান্তগুলি যেন ধারালো না হয়।
- গোল মুখ – এরকম মুখকে সরু দেখানো দরকার এবং এটিকে আরও পাতলা দেখাতে আপনি তীক্ষ্ণ আর্চ (ভ্রুর সর্বোচ্চ অংশ) যুক্ত একটি হীরার মতো আকৃতির ভ্রু-র কথা ভাবতে পারেন।
- চৌকো মুখ – মুখের বৈশিষ্ট্যে নমনীয়তা আনতে কোনরকম ধারালো প্রান্ত না রেখে হালকা সূক্ষ্ম আর্চ রাখলে এই মুখে সবচেয়ে ভালো দেখতে লাগে।
- আয়তাকার মুখ – তীক্ষ্ণ আর্চ বাদ দিয়ে ঘন, সোজা ভ্রুর শেপ বেছে নিন। এতে মুখ ছোট লাগবে।
- হীরা আকৃতির মুখ – ভ্রু শেপ এমন হতে হবে যাতে চওড়া কপাল ছোট লাগে, তাই হালকা কোণযুক্ত ভ্রু-র শেপ বেছে নিন।
আইব্রো স্টাইলিং এ জরুরী বিষয় – ব্রো ম্যাপিং
কী ভাবে আপনার জন্য সেরা ভ্রু শেপ বেছে নেবেন?
তিনটি লাইন এঁকে চিহ্নিত করে নেওয়া হল সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। এটা করতে আপনি ব্যবহার করতে পারেন খুব সরু কাঠি (যেমন খাবারের কাঠি), সরু মেক-আপ ব্রাশের শেষ অংশ বা ব্রো ম্যাপিং এর জন্য প্রফেশনাল স্ট্রিং বা সুতো। তিনটি সবচেয়ে জরুরী বিন্দু চিহ্নিত করতে এই তিনটি লাইন আঁকা হয়ঃ শুরু, শেষ এবং ভ্রু-দুটির আর্চ। এটা কীভাবে করা যাবে?
#১ ভ্রু-র শুরু
আপনার হাতের জিনিসটি- যেমন ধরুন একটি পেনসিল – নাকের খাঁজটির কাছে উল্লম্বভাবে ধরুন। এই লাইনটিকে ভ্রু কে পেরিয়ে যেতে হবে – এটা থেকে আপনি বুঝবেন ভ্রু কোথা থেকে শুরু হচ্ছে, তাই একে ব্রো পেনসিল দিয়ে চিহ্নিত করুন। বিঃদ্রঃ যদি আপনার নাক চওড়া হয়, পেনসিলটিকে তখন চোখের ভেতরের কোণ থেকে প্রায় ২ মিমি দূরে রাখতে হবে। এই ভাবে আপনার মাপ নিখুঁত হবে এবং ভ্রু দুটি চোখের একে অপরের থেকে খুব বেশি দূরে থাকবে না।
#২ ভ্রু-র আর্চ (সর্বোচ্চ অংশ)
এবার আপনার নাকের খাঁজ থেকে আইরিসের মাঝামাঝি পেনসিলটি কোনাকুনি ভাবে রাখুন – যেখানে পেনসিলটি ভ্রু-কে অতিক্রম করছে সেটাই হচ্ছে ভ্রু-র সর্বোচ্চ বিন্দু। এখান থেকে ভ্রু সরু হচ্ছে এবং এবং আস্তে আস্তে নিচের দিকে নামছে যাকে টেল বা একদম শেষাংশ বলা হয়।
#৩ ভ্রু-র শেষ
আপনার ভ্রু কোথায় শেষ সেই বিন্দুটি নির্দিষ্ট করার জন্য এবার নাকের খাঁজ থেকে পেনসিলটিকে চোখের বাইরের কোণ পর্যন্ত ধরুন। এই লাইনটি যেখানে ভ্রু অতিক্রম করবে সেই বিন্দুটি নির্দেশ করবে কোথায় আপনার ভ্রু শেষ হবে।
আইব্রো ম্যাপিংঃ অনুভূমিক লাইন পদ্ধতি
ভ্রু শেপ স্থির করতে ওপরের তিন পয়েন্ট পদ্ধতি খুব সহায়ক, তবে প্রফেশনাল ব্রো আর্টিস্টরা আরো একটা জিনিস করে থাকেন। ভ্রু সমান এবং একই উচ্চতায় আছে কিনা তা দেখে নিতে এরা আরো কিছু মাপ নেন এবং অনুভূমিক লাইন চিহ্নিত করেন। এ্তে ভ্রুর সঠিক ঘনত্ব স্থির করে ফেলা যায় এবং দুটি আর্চ যাতে একই উচ্চতায় থাকে তা স্থির করা যাতে সমতা ও সামঞ্জস্য বজায় থাকে।
১। শুরু, খিলান ও শেষ এই তিনটি পয়েন্ট চিহ্নিত করার পর, একটি লাইন আঁকুন যা ভ্রুকে সংযুক্ত করবে।
২। এবার আপনি একটি রুলারের সাহায্যে এই তিনটি লাইন অন্য ভ্রু তে নিয়ে আসুন – ভ্রু দুটির মধ্যে অনুভূমিক লাইনটি হল রেফারেন্স বা সম্পর্ক স্থাপনের পয়েন্ট।
৩। একটি রঙ লাগানো সুতো ব্যবহার করুন। যদি আপনার তা না থাকে, তাহলে অল্প একটু টুথপেষ্ট বা লিকুইড কনসিলার সুতোয় লাগিয়ে নিন – যখন এটা দিয়ে আপনি ত্বকে চাপ দেবেন তখন একটা ছাপ পড়বে। সুতোটা কে শক্ত করে ধরুন এবং ভ্রু-র নিচের লাইন বরাবর চাপ দিন যাতে লাইনটি বোঝা যায়। এটা আপনার তৈরী করা প্রথম উল্লম্ব লাইনটিকে অতিক্রম করে যাবে। এটা চিহ্নিত করে রাখুন।
৪। ঠিক এরকমই সুতোয় চাপ দিয়ে অনুভূমিক ভাবে ভ্রু-র ওপরের লাইনে এবং আর্চে (সবচেয়ে উঁচু অংশে) করুন। এভাবে করলে আপনি ভ্রুর সঠিক ঘনত্ব মেপে নিতে পারবেন সঙ্গে আর্চদুটির সমান উচ্চতা এবং দুই ভ্রু-র মধ্যে সমতাও মেপে নিতে পারবেন।
৫। সব শেষে, দেখে নিন ভ্রু-দুটির মধ্যে সমতা এবং সমান ঘনত্ব বজায় আছে কিনা – আপনি একটি সুতো বা পেনসিল নিচের ও ওপরের ভ্রু লাইনে চাপ দিতে পারেন। মনে রাখবেন আপনার ভ্রু-র মাত্র দুই-তৃতীয়াংশ স্থানে সমান ঘনত্ব থাকতে হবে আর শুধুমাত্র লেজের দিকের অংশকে সরু হতে হবে।
বাড়িতে আই ব্রো ম্যাপিং করা – এটা কী সম্ভব?
যদি আপনার মুখের মধ্যে ভারসাম্য ঠিক থাকে তবে আপনার হয়ত নিজে নিজে ব্রো ম্যাপিং করতে কোন সমস্যা হবে না – চিহ্নিত করার সমস্ত পয়েন্ট ও লাইন দিয়ে আপনি সহজেই সুন্দর ভ্রু ম্যাপিং করতে পারবেন। সমস্যা হবে যদি আপনার মুখে কিছু ভারসাম্যের অভাব থাকে, যেমন, খুব চওড়া বা সরু নাক, খুব বড় চোখ। এরকম ক্ষেত্রে এই কাজের জন্য আপনার একজন ব্রো এক্সপার্ট লাগবে যিনি এই কাজের জন্য দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন, তিনিই সঠিক মাপ নিতে পারবেন এবং পরামর্শ দিতে পারবেন কেমন ভ্রু শেপ আপনার মুখের জন্য আদর্শ হবে।
ব্রো ম্যাপিং এর জন্য কী লাগবে? আইব্রো আর্কিটেকচার-এর জন্য প্রয়োজনীয় পেশাদারী জিনিসপত্র
সর্বোচ্চ মাত্রায় নিখুঁত ও সমতা পেতে এর জন্য বিশেষ ভাবে তৈরী মাপ নেওয়ার জিনিসপত্র ব্যবহার করুন। এতে কাজ অনেক সহজ হয়ে যায় এবং নিখুঁত ধনুকের মত বাঁকা আর্চ পাওয়া সহজতর হয়ে যায়। যে কোন ব্রো সালোনে একটি রং-লাগানো-সুতো বিশেষ প্রয়োজনীয় একটি জিনিস। হালকা ও গাঢ় রঙ স্ট্রাইকিং লাইন তৈরি করে যা ব্রো ম্যাপিং এর জন্য খুব প্রয়োজনীয়। এই রঙ ত্বকে আলতো ভাবে কাজ করে এবং এতে কোন অ্যালার্জির সম্ভাবনা থাকে না। রঙগুলো জলে ধুয়েও যায়।
একটি ব্রো ম্যাপিং কম্পাস রুলার এই কাজে খুব জনপ্রিয় একটি জিনিস। মাপ নেওয়ার এই জিনিসটি প্লেক্সিগ্লাস দিয়ে তৈরী। যখন ভ্রু ম্যাপিং এর বিশেষ পয়েন্টগুলো নির্ধারণ করা হয় তখন এর চারটি পা সমতা বজায় রাখতে কাজে লাগে। একটি আঠা-লাগানো স্টিকারও একই কাজ করে। এটি ব্যবহারের পর ফেলে দেওয়া হয় এবং দুটি ভ্রুর জন্য দুটি স্কেল রয়েছে। আপনি এটিকে ভ্রুগুলির মধ্যের লাইনে আটকান এবং পয়েন্টগুলি চিহ্নিত করুন। তবুও, ব্রো ক্যালিপার হল সবচেয়ে পেশাদার ম্যাপিং টুল যা সুনির্দিষ্ট পরিমাপ নিশ্চিত করে এবং আপনি ব্যবহার করতে পারেন এবং ভ্রু দুটির মধ্যে সহজেই সামঞ্জস্য তৈরি করতে পারেন।