
প্রতিদিনের ভ্রু-র যত্ন হচ্ছে সুন্দর একজোড়া ভ্রু-র একমাত্র চাবিকাঠি এবং এখানে আমরা অনেক কিছুই করতে পারি। সবচেয়ে সুন্দর ধনুকের মত বাঁকা আর্চ পাওয়ার জন্য ও ভ্রু-কে কীভাবে মজবুত ও স্বাস্থ্যজ্জ্বল রাখতে হয় তার পরামর্শ পেতে পড়তে থাকুন।
আইব্রো সিরাম – মজবুত ভ্রু-র রহস্য
যদি ভ্রু গভীরভাবে পুষ্ট, স্বাস্থ্যকর ও মজবুত হয় তবে ভ্রু-যুগলকে দেখতে ভালো লাগে আর এর যত্ন ভালোভাবে নেওয়া হচ্ছে তা বোঝা যায়। কীভাবে আপনি এর উন্নতি করতে পারেন? প্রতিদিন ভ্রু-র জন্য বিশেষ কিছু পণ্য ব্যবহার করে – যেমন আইব্রো গ্রোথ সিরাম – এটা খুব কার্যকরী। এমন সিরাম বেছে নিন যার মধ্যে ভ্রু বৃদ্ধি করার উপাদান এবং পুষ্টিগুণ সম্পন্ন ভেষজ নির্যাস রয়েছে। এগুলি আপনার ভ্রু যুগলের যথাযথ যত্ন নেবে।
ভ্রু-র যত্নে ভিটামিন ও সাপ্লিমেন্ট
ভ্রু-জোড়াকে স্বাস্থ্যজ্জ্বল ও সুন্দর করে তুলতে, আপনি কিন্তু সাপ্লিমেন্ট বা পরিপূরকের কথা ভাবতে পারেন। ভ্রু-র চুলগুলি ভেতর থেকে পুষ্টি পেলে তা চমৎকার ফল দেয়। কোন কোন ভিটামিন ব্যবহার করলে ভ্রু-যুগল সুন্দর ও মজবুত হয়ে ওঠে?
ভালো ভ্রু-র জন্য ভিটামিন
ভিটামিন এ – এর ঘাটতি হলে চুল পড়ে যায়। আপনার চুল আবার গজাতে পারে, তবে মনে রাখবেন খুব বেশি মাত্রায় ভিটামিন এ নিলে কিন্তু চুলের ওপর খারাপ প্রভাব ফেলে।
ভিটামিন ই – বাইরের পারিপার্শ্বিক অবস্থার কারণে চুলের খারাপ হয়ে যাওয়ার মাত্রা কমিয়ে এটি চুলের ক্ষতি আটকায়, এবং এর বাড়তি উপকারিতা আছে তা হল রক্ত সঞ্চালন।
ভিটামিন সি – এটি অক্সিডেশন বাড়ায়, চুলের ফলিকলকে রক্ষা করে এবং কোলাজেনের পরিমাণ বাড়াতে সাহায্য করে – কোলাজেন চুলের একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান।
ভিটামিন বি (বায়োটিন) – এটি ত্বক, নখ ও চুলের সঠিক অবস্থা বজায় রাখে – এছাড়া ভ্রুর চুলকেও ভালো রাখে।
প্রোভিটামিন বি৫ (প্যান্থেনল ) – এতে জলের উপাদান রয়েছে, এর ফলে চুলের অবস্থা উন্নত হয় এবং ভ্রু-দুটি সুন্দর হয়।
ভিটামিন বি৩ (নিয়াসিন) – এটি চুলকে গভীর ভাবে পুষ্ট করে এবং পড়ে যাওয়া থেকে রক্ষা করে, ভ্রু-যুগলকে ঘন ও স্বাস্থ্যজ্জ্বল রাখে।
ভিটামিন ডি – এর পরিমাণ কমে গেলে চুল পড়ে যায়।
ভ্রু-র জন্য তেল – এতে কী কোন ফল হয়?
অনেকেই তাদের ভ্রু-তে ভেষজ তেল লাগান। চুলের বৃদ্ধিতে ক্যাস্টর অয়েল লাগানো খুবই জনপ্রিয়। আপনাকে জানতে হবে যে তেলের কিন্তু এছাড়াও অন্যান্য পুষ্টিগুণ আছে। ভিটামিন বা স্টেরলের পাশাপাশি, এই তেলগুলি ফ্ল্যাভোনয়েডযুক্ত তাই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্ষতি রোধ করতে পারে, বাহ্যিক কঠিন অবস্থা যেমন মাইনাস তাপমাত্রা বা তাপের বিরুদ্ধে সুরক্ষিত রাখে, লিপিড স্তরকে আবারো পূরণ করে এবং ভ্রু-জোড়াকে শুকিয়ে যাওয়া থেকে বাঁচাতে ময়শ্চারাইজ করে।
ভ্রু-তে কোন তেল লাগানো উচিৎ?
যদি আপনি সুন্দর একজোড়া ভ্রু চান, তাহলে এমন তেল বেছে নিন যা শুধুমাত্র চুলে পুষ্টি জোগাবে না এর পাশাপাশি এতে জলের পরিমাণও ঠিক রাখবে। অনেক তেল আছে যা ভ্রু-যুগলকে ভালো ভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে, ভ্রু-কে চকচকে ও স্বাস্থ্যকর করে তোলে। সবচেয়ে জনপ্রিয় ক্যাস্টর বিন অয়েল ছাড়াও, গভীর ভাবে পুষ্টিগুণে সমৃদ্ধ অ্যাভোকাডো, আরগন বা ম্যাকাডামিয়া অয়েল আছে যা খুব দ্রুত ত্বকের গভীরে চলে গিয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। ব্রো সিরাম ও ভেজিটেবল অয়েলের এফেক্ট নিয়ে আপনি আরও জানতে পারবেন আমাদের এই নিবন্ধেঃ <link>
ভ্রু-র যত্নে উদ্ভিজ উপাদান
তেল ও ভিটামিনের কথা বলতে গেলে, উদ্ভিজ নির্যাসগুলি কীভাবে ভ্রু-যুগলকে মজবুত ও সুন্দর করে তোলে তাও বলতে হয়। আদর্শগতভাবে, আইব্রো সিরামে এগুলি থাকতে হবে। এরকম ব্রো সিরাম বেছে নিন যাতে এই জিনিসগুলির পরিমাণ প্রচুর রয়েছেঃ
সয়া স্প্রাউট নির্যাস – এ্রটি ভ্রু-র বৃদ্ধিতে সাহায্য করে, বার্ধক্য রোধ করে ও চুল পড়ে যাওয়া আটকায়, গোড়া থেকে আগা পর্যন্ত ভ্রুকে মজবুত করে, সুন্দর করে।
ইউরোপিয় লার্চ নির্যাস – ভ্রু-কে অতিরিক্ত ঝড়ে যাওয়া থেকে রক্ষা করে।
হুইট স্প্রাউট নির্যাস – এটি ভ্রু-কে নতুন ভাবে উজ্জ্বল এবং পুষ্ট করে, ভ্রু-কে নরম এবং প্রাণবন্ত করে তোলে।
জিনিসেং মূলের নির্যাস – এটি খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট যা গভীরভাবে পুষ্ট করে, বার্ধক্য ও চুল পেকে যাওয়া রোধ করে। এতে চুলের জন্য উপকারী যে সমস্ত উপাদান আছেঃ ট্রাইটারপেনয়েড সাপোনিন, গ্লাইকোসাইড, ভিটামিন (বি১, বি২, সি ) এবং অ্যামাইনো অ্যাসিড।
আরজিনাইন – প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিড যা ভ্রু-কে নরম রাখে, পুষ্টিগুণ শোষণে সাহায্য করে, দ্রুত চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুল পড়ে যাওয়া থেকে রক্ষা করে।