
আপনার ভ্রু-র রঙ কী হালকা আর তা প্রায় নজরেই পড়ে না? তাহলে ব্রো টিন্টিং বেছে নিন! আপনার ভ্রু-যুগল সুন্দর করতে এবং রঙিন করে তুলতে এটা একটি চমৎকার উপায়। পদ্ধতিটি সম্পূর্ণ করতে মাত্র দশ মিনিটের মত সময় লাগে কিন্তু এর এফেক্ট থাকে চার সপ্তাহ পর্যন্ত! হেনা ডাই চুলকে বেশ কিছুটা কালো করতে পারে, এতে মুখ সুনির্দিষ্ট হয়ে ওঠে। বাড়িতে কীভাবে ব্রো টিন্ট করবেন? আমাদের ধাপে ধাপে বলে দেওয়া নির্দেশ মেনে চললে আপনি তা সহজেই করতে পারবেন!
হেনা ডাই কী?
হেনা হচ্ছে একটি উদ্ভিজ রঙ যা বছরের পর বছর ধরে ত্বকে রঙ করতে ব্যবহার হয়ে আসছে। এটি পাওয়া যায় লৌসনিয়া ইনেরমিস থেকে যা হেনা গাছ নামে পরিচিত। এটা ভারতে খুব জনপ্রিয়, ওখানে এটি বিয়ের অনুষ্ঠানে মেহেন্দি নামে ব্যবহার করা হয়। সৌভাগ্য এবং সুখ কামনা করে কনের হাতে নকশা আঁকার জন্য হেনা ব্যবহার করা হয়। আজকের যুগে এটি সেমি পার্মানেন্ট টিন্ট হিসেবে ভ্রু, চোখের পাতা ও ত্বকে ব্যবহার করা হয়।
বিভিন্ন রকমের হেনা
আপনি কী জানেন বিভিন্ন রকমের হেনা পাওয়া যায় এবং প্রত্যেকটি নিজস্ব বৈশিষ্ট্য এবং জীবনকাল রয়েছে? সঠিকটি বেছে নিতে এগুলো জেনে রাখা ভালো।
-
সাদা হেনা পাউডার
দুর্ভাগ্যবশত এই সাদা পাউডার হেনা গাছের পাতা থেকে পাওয়া যায় না। বরং এটিতে থাকে বেশি মাত্রায় পিপিডি (পি-ফেনিলেনেডিয়ামাইন) – এটি একটি সিন্থেটিক পিগমেন্ট বা রঙ যা থেকে অ্যালার্জি হতে পারে। এটি একটি অক্সিডেন্টের মাধ্যমে সক্রিয় হয় যা থেকে জ্বালা-যন্ত্রণা হতে পারেঃ তা হল হাইড্রোজেন পারক্সাইড। পাউডার হেনা থেকে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে এবং তা থেকে প্রদাহ বা জ্বালা-যন্ত্রণা হতে পারে। এটি বেশীদিন থাকে নাঃ ৩-৭ দিনের মধ্যে উঠে যায়।
-
ভেষজ পাউডার হেনা
এই পাউডার লৌসনিয়া পাতার নির্যাস থেকে পাওয়া যায়। এটি পরিচিত ও প্রশংসিত প্রাকৃতিক ডাই হিসেবে, সুতরাং এর উৎসই এর গুণের প্রমাণ দেয়। এই ধরণের হেনায় শুধু রঙ নয় এতে চুলও ভালো হয়ে ওঠে কারণ এটি সমৃদ্ধ এমন অনেক উপাদানে যার প্রচুর গুণ রয়েছে; উপাদানগুলির মধ্যে রয়েছে ফ্ল্যাভোনয়েড, ট্যানিন এবং পলিস্যাকারাইড। এতে চুলের গোড়া মজবুত হয় এবং সুন্দর চকচকে ভাব আসে। এই ইন্ডিগো ডাই চুলের রংকে গাঢ়, এবং কালোও করে। এই রকম হেনার স্থায়িত্ব অনেকদিনঃ ত্বকে থাকে ১৪ দিন, চুলে থাকে ৬ সপ্তাহ পর্যন্ত। যেহেতু এটি হালকা ভাবে ত্বককে রঙিন করে, ফলে ভ্রু-র ফাঁক গুলি ঢেকে রাখতে সাহায্য করে। ভেষজ হেনা জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়, এতে বাড়তি কোন অক্সিডেন্টের প্রয়োজন হয় না।
-
হেনা জেল
এর এফেক্ট খুব সুক্ষ্মঃ এটি শুধু চুলগুলিকে টিন্ট করে, ত্বককে নয়। যদি আপনি শুধুই ভ্রু-র চুলের রঙকে উজ্জ্বল করতে চান, ফাঁক ভরাট না করে বা ভ্রু মোটা না করে তবে এটি ব্যবহার করুন। এটা ব্যবহার করা খুব সহজ ও আলতো করে লাগানো যায় কিন্তু এটা থাকে মাত্র ৩ সপ্তাহ পর্যন্ত। ভ্রু-র জন্য বিশেষ হেনা জেল আছে – হেয়ার ডাই-এর মতই, এতে রাসায়নিক পিগমেন্ট দেওয়া আছে এবং এটিতে অক্সিডাইজিং এজেন্ট দরকার হয়। তবে এতে অনেক তেল, ভিটামিন ও অন্যান্য উপাদানও থাকতে পারে যা রঙ করার সময় ভ্রু-জোড়াকে চকচকে করে তোলে।
সাদা হেনা, ভেষজ হেনা, জেল হেনা – কোনটি বেছে নেবেন?
পাউডার ও জেল হেনা ডাই এর কিছু সুবিধা আছে। আপনি কোনটা বেছে নেবেন তা নির্ভর করছে আপনি এ থেকে কী চাইছেন তার উপরই নয়, বরং এতে কী কী উপাদান আছে, পদ্ধতিতে কত সময় লাগবে, ফাইনাল এফেক্ট কী হবে – ভ্রু-জোড়া কেমন লাগবে, রঙ কতদিন থাকবে তার ওপর। পাউডার ও জেল হেনা ডাই দুটোতেই অনেক রকম রঙ পাওয়া যায়ঃ কালো, বাদামী, সোনালী, ধূসর এবং লাল। তাই আপনি বিভিন্ন রঙ মিশিয়ে নিতে পারবেন। আইব্রো মেকআপে ওম্ব্রে এফেক্ট খুব জনপ্রিয়। পাউডার হেনা দিয়ে আপনি এই লুক পেতে পারেনঃ আপনার ভ্রু-যুগলে খুব ভালো ওম্ব্রে এফেক্ট এতে তৈরী হবে।
ব্লন্ডদের জন্য ব্রো হেনা
ব্লন্ডদের জন্য সেরা হেনা ডাই কোনটি? বিউটি সালোন ও অনলাইন ফোরামে এটি প্রায়ই জিজ্ঞেস করা হয়ে থাকে। প্রথমত, আপনাকে জানতে হবে ব্লন্ডদের যে ডাই দরকার তা তাদের স্বাভাবিক ভ্রু-র থেকে এক থেকে দু টোন গাঢ় রঙ হতে হবে। ভাগ্যক্রমে বেশ কিছু সঠিক রঙ এবং খুব হালকা রঙ আছে যা থেকে সুক্ষ্ম এফেক্ট পাওয়া যায়। এরকম একটি আভা যাদের উষ্ণ সৌন্দর্য্য রয়েছে তাদের জন্য একদম সঠিক। গাঢ় ব্লন্ড হেনা ডাইও রয়েছে যা দিয়ে চুল ও ত্বক দুটোই রঙ করা হয়। যদি আপনার হাইলাইট করা থাকে বা চুলে ব্লীচ করা থাকে কিন্তু আপনার স্বাভাবিক চুল বাদামী হয় তাহলে আপনি বোল্ড ভ্রু-র কথা ভাবতে পারেন এবং চুলের গোড়ার শেডের সঙ্গে মিলিয়ে ডাই বাছুন। আপনার চুলের স্বাভাবিক রঙের সঙ্গে মিলিয়ে রঙ বেছে নেওয়া হচ্ছে সবচেয়ে ভালো আইডিয়া। ব্লন্ডদের জন্য চারকোল গ্রে হেনাও ভালো এবং এটা এমন একটা পছন্দসই রঙ যা অন্যান্য রঙের সঙ্গে সুন্দর মিলে যায়ঃ এতে যে কোন হেনা ডাই-কে দারুন লাগে।
বাড়িতে করা ব্রো টিন্টিং এর বিভিন্ন ধাপ
ভ্রু রঙ করতে চোখের পাতা রঙ করার থেকে বেশি সময় লাগে। ডাই লাগানোর আগে, আপনাকে ভ্রু দুটি শেপ করে নিতে হবে। এছাড়া মিশ্রণটি যথযথ ভাবে তৈরি করাও গুরুত্বপূর্ণ। তবুও বলব, বাড়িতে ব্রো টিন্টিং বা ভ্রু রঙ করা মোটেই কঠিন নয়। শুধু আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে।
#১ ভ্রু-র যে শেপ চান তা চিহ্নিত করে নিন। আপনি একটি সাদা আই পেনসিল ব্যবহার করতে পারেন।
#২ ভ্রু-র মেকআপ তুলে নিতে ভুলবেন না; ভ্রু পরিষ্কার ও শুকনো থাকতে হবে। ত্বক পরিষ্কার রাখুন আর দাগ না লাগার কথা মাথায় রাখুন – আপনি কোন ঘন ফেস ক্রম বা পেট্রোলিয়াম জেলি ভ্রু-র আশেপাশে ত্বকে লাগিয়ে নিতে পারেন।
#৩ আপনার হেনা ডাইকে জলে মিশিয়ে নিন যতক্ষণ না এটি মসৃণ একটি ঘন পেষ্টে পরিণত হচ্ছে। প্যাকেজিং এ দেওয়া ব্যবহারের নির্দেশিকাগুলি পড়ে নিতে ভুলবেন না।
#৪ ডাই লাগাবার জন্য একটি সরু কোণযুক্ত ব্রাশ ব্যবহার করুন। ধীরে ধীরে সতর্কতার সঙ্গে লাগান, চিহ্নিত লাইনের বাইরে যেন না যায় তা খেয়াল রাখবেন। হেনা ডাই লাগানো হল ব্রো পোমেড দিয়ে ভ্রু ভরাট করার মত বিষয়। ভ্রু-র শেষ অংশ থেকে শুরু করুন এবং নিচের ভ্রু লাইনে আউটলাইন করে নিন, এই অংশটি সবচেয়ে বোল্ড হবে। এবার মাঝের অংশে রঙ দিন এবং এবং অল্প একটু ভ্রুর শুরুর অংশে লাগান। বিঃদ্রঃ ডাই চুলে লাগাবার সাথে সাথে নিচের ত্বকেও লাগান।
#৫ হেনা ডাই সেট হতে ১০ মিনিট সময় দিন। মনে রাখবেন যত বেশি সময় এটি চুলে থাকবে, এফেক্ট তত ভালো হবে – রঙ আরো গাঢ় হবে।
#৬ একটি তুলোর প্যাড উষ্ণ জলে ভিজিয়ে নিন এবং ডাই তুলে ফেলুন।
পেশাদারী কৌশল!
ব্রো টিন্টিং করা হয়ে গেলে অনেকসময় আর্চের বাইরের দিকে কয়েকটা চুল বেরিয়ে থাকতে দেখা যেতে পারে। সেগুলিকে প্লাক করে নেওয়ার এটাই উপযুক্ত সময়। অবাঞ্ছিত চুল তুলে ফেলা এই সময় আরও সহজ হবে!
গর্ভাবস্থায় কী হেনা ডাই ব্যবহার করা যায়?
গর্ভাবস্থা বা স্তন্যদান এর প্রতিবন্ধক নয়, তবে, হরমোনের তারতম্যে ব্রো টিন্টিং এর ফলাফলে এবং সময়কালে কিছু পরিবর্তন হতে পারে। এছাড়াও, যারা মা হতে চলেছেন তাদের ত্বকের অ্যালার্জি আছে কিনা সেটা মাথায় রাখতে হবে। যদি তা না থাকে, তবে তারা হেনা করতেই পারেন। স্বভাবতই তাদের ভেষজ, উদ্ভিজ হেনা ডাই বেছে নেওয়া উচিৎ। যেগুলোর মধ্যে রাসায়নিক পদার্থ রয়েছে তারা ত্বককে রুক্ষ করে ফেলে।