
ব্রো ল্যামিনেশন হল ভীষণভাবে জনপ্রিয় একটি ভ্রু স্টাইলিং রূপচর্চা। সারা বিশ্বের মানুষের এটির প্রতি বিপুল আগ্রহ এবং আমরা এতে একটুও আশ্চর্য্য হইনিঃ ব্রো ল্যামিনেশন আমাদের ভ্রু-জোড়ার অনিয়ন্ত্রিত চুলগুলিকে গুছিয়ে রাখতে সাহায্য করে এবং অনেক সপ্তাহ ধরে তা একইরকম রেখে দেয়। এই রূপচর্চার মাধ্যমে পছন্দমত এমন ভ্রু-র শেপ পাওয়া যায় যাতে ভ্রু স্বাভাবিক দেখতে লাগে এবং ইনস্টাগ্রামের সবচেয়ে হট যে ট্রেন্ডগুলি চলছে যেমন #নোমেকআপ, #ব্রোশেপিং বা #ব্রোলিফট, এর সঙ্গে দারুন খাপ খেয়ে যায়। ব্রো ল্যামিনেশনে কী হয়? বাড়িতে কীভাবে এটা করা যায়? শিখে নিন কীভাবে নিখুঁত একজোড়া ভ্রু পাওয়া যায়!
ব্রো ল্যামিনেশন কী?
ব্রো ল্যামিনেশন হচ্ছে রূপচর্চার এমন একটি জনপ্রিয় উপায় যা থেকে পছন্দসই ভ্রু পাওয়ার চাহিদা পূরণ হয়। আপনার পছন্দ অনুযায়ী, আপনি তা ওপরের দিকে উঠে থাকার মত শেপ বা শুধুমাত্র ব্রাশ করে নেওয়ার এফেক্ট বা একদম নিখুঁতভাবে গুছিয়ে ফেলতে পারেন। সবচেয়ে ভালো বিষয়টি হল ল্যামিনেশন ভ্রু-র চুলগুলিকে গভীরভাবে পুষ্টি জোগায় এবং এতে আপনার ভ্রু স্টাইলিং অনায়াসে করা যায়। তবে, আপনি যদি মেক-আপ লাগাতে পছন্দ না করেন, তাহলে আপনার তা করার দরকার নেই কারণ মেক-আপ ছাড়াও ভ্রু-জোড়াকে দারুন দেখতে লাগে। এই রূপচর্চার এফেক্টটি এমন যে এতে শুধু ব্রাশ করে নিলেই ব্যস হয়ে গেল। ব্রো ল্যামিনেশনে বহু সপ্তাহ ধরে ভ্রু-যুগলকে দারুন দেখতে লাগে – কোন মেকআপ ছাড়াই।
কার জন্য বিশেষভাবে ব্রো ল্যামিনেশন দরকার?
যাদের ভ্রু-জোড়া অনিয়ন্ত্রিত, ফাঁকা-ফাঁকা তাদের ব্রো ল্যামিনেশন বা ব্রো লিফট করানোর পরামর্শ দেওয়া হয়। অনেকে আইল্যাশ লিফট করানোর পর প্রায়শই এটা করিয়ে থাকেন। খুব পাতলা, এখানে ওখানে মাত্র কিছু ভ্রুর চুল রয়েছে এরকম অবস্থায় ব্রো ল্যামিনেশন খুব ভালো কাজ করে। স্বাভাবিক দেখতে মেক-আপ যারা ভালোবাসেন তারা একে পছন্দ ও একইসঙ্গে এর প্রশংসা করেন এবং আর যারা সেমি পারমানেন্ট ভ্রু মেক-আপ বা টিন্টিং পছন্দ করেন না তারাও একে পছন্দ করেন। আপনার ভ্রু-র চুলগুলি যদি বিভিন্ন দিকে হয় আর আপনি একে গুছিয়ে ফেলতে সমস্যায় পড়েন তবে ল্যামিনেশন হচ্ছে খুব ভালো একটি উপায়। এই সৌন্দর্য্যচর্চায় এগুলিকে নিয়ন্ত্রণ করা সহজ হয়, পাশাপাশি এগুলিতে পুষ্টিগুণ যোগ হয় এবং তা চকচকে হয়ে ওঠে।
আপনার ভ্রু-জোড়া খুব শক্ত আর আপনি জানেন না কীভাবে একে পছন্দসই শেপ দেওয়া যায়? কারণ ল্যামিনেশনে চুলের গঠন যেহেতু বদলে যায়, এর ফলে ভ্রু-র নতুন শেপ পাওয়া যায় এবং তা স্টাইল করা বা সাজানো সহজ হয়ে পড়ে। সহজভাবে বলা যায়ঃ আপনি যদি আপনার ভ্রু-জোড়ার শেপ ও লুক পছন্দ না করেন, তাহলে ল্যামিনেশনের সাহায্যে অনেক সপ্তাহ ধরে তাকে সুন্দর করে তোলা ও রাখা যায়।
দারুন ব্যাপার, ব্রো ল্যামিনেশন আপনার ভ্রু-জোড়ার ঘনত্বকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে পারে, এই জন্যই ফাঁকা-ফাঁকা, পাতলা ভ্রু ঠিক করতে এটি এত জনপ্রিয়।
আপনি কী ব্রো ল্যামিনেশন নিজে করতে পারেন?
চোখের পাতা ও ভ্রু-র যত্নের পেশাদাররা মনে করে সালোনে গিয়ে করলে এর সৌন্দর্য্যচর্চা সবেচেয়ে ভালো হয়, যদিও ব্রো ল্যামিনেশন, অন্যান্য রূপচর্চা যেমন জেল লাগাতে বা ব্রো টিন্টিং এর মত বাড়িতে সহজেই করা যায় – আপনার শুধু লাগবে একটি ভালো মানের ব্রো ল্যামিনেশন কিট। সঠিকভাবে চিহ্নিত বোতল এবং বিস্তারিত নির্দেশিকার সাহায্যে আপনি এটি সহজেই করতে পারবেন। ব্রো ল্যামিনেশন এমন কিছু কঠিন ব্যাপার নয়।
ব্রো ল্যামিনেশনের প্রত্যেকটি ধাপ
১। ভ্রু-র অঞ্চলটি পরিষ্কার করে নিন এবং দেখে নিন এখানে যেন কোন তেল লেগে না থাকে।
২। ল্যামিনেশন কিটে যে আঠা রয়েছে সেটি লাগান।
৩। ভ্রু-তে ব্রাশের সাহায্যে পার্মিং লোশন লাগান।
৪। পছন্দমত শেপ পেতে পুরো ভ্রু ব্রাশ করে নিন।
৫। লোশনকে ভ্রু-র জায়গায় বসতে প্যাকেজিং এ লেখা সময় মেনে চলুন।
৬। এবার এটি তুলোর প্যাড দিয়ে মুছে ফেলুন।
৭। এবার শেষ পণ্য একটি পার্ম নিউট্রিলাইজিং এজেন্ট লাগান।
৮। পছন্দসই ভ্রু শেপের জন্য পুরো ভ্রু-তে ব্রাশ করতে থাকুন।
৯। পণ্যটিকে বসতে কয়েক মিনিট সময় দিন।
১০। ভেজা তুলোর প্যাড দিয়ে মুছে ফেলুন।
হয়ে গেছে! অভিনন্দন, আপনি ব্রো ল্যামিনেশন করে ফেলেছেন!
মনে রাখবেন এই রূপচর্চা করার পর আপনি আগামী চব্বিশ ঘন্টা ব্রো মেকআপ লাগাতে পারবেন না এবং সুইমিং পুল বা সওনাতেও যেতে পারবেন না।
ব্রো ল্যামিনেশনের প্রভাব
আইব্রো ল্যামিনেশনে একদম নিখুঁত শেপের একজোড়া ভ্রু তৈরী করা যায় – সেই শেপ যার স্বপ্ন আপনি এতদিন দেখেছেন। এই রূপচর্চায় অতিরিক্ত যে উপকারগুলি পাওয়া যায় তা হল, এতে ভ্রু-র গঠন উন্নত হয়, এলোমেলো ভ্রু-র চুলগুলিকে গুছিয়ে রাখা যায় এবং এতে চকচকে ভাব আসে। আপনার আর্চগুলি দেখতেও মোটা আর গাঢ় লাগে। মুখের বৈশিষ্ট্যেরও উন্নতি হয় এবং চোখদুটিকে উজ্জ্বল করে তোলে।
এই পদ্ধতিতে কতক্ষণ সময় লাগে এবং এই এফেক্ট কতদিন থাকে?
এই রূপচর্চা করতে কয়েক মিনিট থেকে কুড়ি মিনিট পর্যন্ত সময় লাগে – এটা নির্ভর করে আপনি কি পণ্য ব্যবহার করছেন এবং আপনার ভ্রু কী অবস্থায় রয়েছে তার ওপর। ল্যামিনেশনের এফেক্ট ৪ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত বা তারও বেশি বজায় থাকে, এটা নির্ভর করে আপনার ভ্রু-র চুলের অবস্থা এবং এই চর্চার পরবর্তী সময়ে ভ্রু-র যত্ন কেমন করা হয়েছে তার ওপর।
পরবর্তী সময়ের যত্নের কথা প্রসঙ্গে…
ব্রো ল্যামিনেশনের পরে ভ্রু-র সৌন্দর্য্যকে ধরে রাখতে ও তা অনেকসময় ধরে বজায় রাখতে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। এই রূপচর্চার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি সওনা করতে বা সাঁতার কাটতে পারবেন না কারণ আপনার ভ্রু-যুগলকে শুকনো রাখতে হবেঃ ল্যামিনেশনের পণ্যগুলি শুষে নিতে কিছুটা সময় লাগে। এই চর্চার দিনটিতে আপনার ভ্রু-তে হাত দেওয়া বা মেক-আপ লাগানো এড়িয়ে চলা উচিৎ। এই এফেক্টটিকে অনেক সময় ধরে বজায় রাখতে, পুরো ভ্রু প্রতিদিন ব্রাশ করুন।
ল্যামিনেশন করার পর আপনার ভ্রু-জোড়াকে কীকরে কন্ডিশন বা নরম রাখা যায়?
সঞ্জীবনী বৈশিষ্ট্যযুক্ত গাছ-গাছড়ার তেল ব্যবহার করুন, উদাহরণস্বরূপ আরগান, জোজোবা বা ক্যাস্টর অয়েল। এই রূপচর্চার এফেক্ট বেশি সময় ধরে বজায় থাকবে এবং ভ্রু-জোড়া মজবুত ও পুষ্ট হবে।