আইব্রো মেকআপ ও গ্রুমিং-এ ১০ টি সাধারণ ভুল

ভ্রু-র ক্ষেত্রে সাধারণ ভুলগুলি

ভ্রু মেক-আপে ভুল হওয়া সাধারণ ব্যাপার। এছাড়াও আমরা ভ্রু-র যথাযথ যত্ন এড়িয়ে যাই বা আমাদের ভ্রু-কে যেমন তেমন করে রেখে দিই তার জন্য এগুলিকে অস্বাভাবিক লাগে। এরকমই সাধারণত হতে থাকে, আদের বুঝতে অনেক সময় লেগে যায় যে কী ভুল আমরা করে চলেছি। তাই আমরা চাই আপনি পড়ে দেখুন যে কী ধরণের সাধারণ ভুল আমরা ভ্রু-র ক্ষেত্রে করে থাকি – যাতে আপনি আর এগুলো না করেন এবং ভবিষ্যতে যাতে এগুলো এড়াতে পারেন!

খুব বড় বা খুব ছোট আর্চ

সুষম ভ্রু-গুলির একইসঙ্গে সঠিক শেপ ও সঠিক দৈর্ঘ্য বজায় থাকে। যখন তা খুব লম্বা বা খুব ছোট হয়ে যায়, তখন সেগুলি থেকে মুখের বৈশিষ্ট্যে একটা অসমতা এবং অসঙ্গতি তৈরী হয়। এতে মুখকে দেখতে খারাপ লাগে। ভ্রু-যুগলের দৈর্ঘ্য সঠিক রাখতে, আপনার চাই একটি পেনসিল, সরু মেক-আপ ব্রাশ বা ফুড স্টিক – নাকের খাঁজটি থেকে চোখের বাইরের কোণ পর্যন্ত চাপ দিন। এই লাইনটি আপনাকে দেখাবে কোথায় আপনার ভ্রু শেষ হবে

ভুলভাবে ছোট করা

ভ্রু ছাঁটা বা ছোট করা হচ্ছে পছন্দসই ভ্রু শেপের জন্য একটি জনপ্রিয় পদ্ধতি। এতে সবচেয়ে ভালো এফেক্ট পেতে হলে ভ্রু-জোড়াকে ওপরের দিকে ব্রাশ করার পর আপনাকে শুধু ভ্রু-র শুরুর দিকটা ছাঁটতে হবে। এতে করে আপনার ভ্রু সুষম এবং সুন্দর দেখতে লাগবে। দুঃখজনকভাবে, কিছু মেয়ে পুরো দৈর্ঘ্য জুড়ে তাদের ভ্রু ছেঁটে ফেলে – যাদের মোটা ও এলোমেলো ভ্রু রয়েছে তাদের জন্য এটা খুব জনপ্রিয়। এরফলে প্রায়শই ভ্রু-যুগল কোঁচকানো চুলযুক্ত সোজা ফ্ল্যাট দেখতে হয়ে যায়। এলোমেলো ভ্রু-কে ছোট করার জন্য ট্যুইজার ব্যবহার করুন

সোপ ব্রো ভুলভাবে তৈরী করা

সোপ ব্রো হচ্ছে সবচেয়ে হট ট্রেন্ডগুলির মধ্যে অন্যতম! সোপ ব্রো দেখতে খুব সুন্দর লাগে এবং গোটা দিন ধরে এটি স্বাভাবিক দেখতে ও এতে শেপও নিখুঁত থাকে। তবে, আপনাকে একটি ভালো মানের ব্রো সোপ বেছে নেওয়ার কথাটা মাথায় রাখতে হবে যা শুধুমাত্র ভ্রু-র চুলগুলিকেই শেপে রাখবে না এটি ভ্রু-কে চকচকে করবে, পুষ্টি জোগাবে ও ভ্রু-তে ভলিউম নিয়ে আসবে। প্রতিদিনের ব্যবহারের সাবান (যেমন- গ্লিসারিন সাবান ) ব্যবহারে ভ্রু দ্রুত সেট হয়ে যায় এবং এখানে ভ্রু-কে ঠিক করতে খুব কম সময়ই পাওয়া যায়, এছাড়া এতে ভ্রু খুব শক্ত হয়ে যেতে পারে এবং এতে মেক-আপ ধরতে অসুবিধে হতে পারে। সবচেয়ে ভালো সোপ ব্রো এফেক্ট পেতে গেলে এর জন্য বিশেষভাবে তৈরী সাবান ব্যবহার করুন যাকে ভালো করে আয়ত্বে রাখা যায় এবং খুব সহজেই আপনার ভ্রু-গুলিকে স্টাইলাইজ করা যায়। রেডি-টু-ইউজ ভ্রু সাবানগুলি সবচেয়ে ভালো কাজ করে এবং এতে জল মেশানোর দরকার নেই কারণ এগুলিতে আগে থেকেই সবকিছু সঠিকভাবে মিশ্রিত আছে। 

প্রয়োজনের অতিরিক্ত ভ্রু প্লাক করা

ভ্রু-র কিছু এলোমেলো চুল প্লাক করা ঠিক আছে কিন্তু কখনো কখনো আমরা এর বেশি করে ফেলি এবং অনেক বেশি তুলে ফেলি… এতে করে আমাদের ভ্রু ফাঁকা ফাঁকা হয়ে যায়, কার্টুনের মত দেখতে লাগে বা অনেকসময় চোখেই পড়ে না। যখন আপনি ভ্রু-জোড়াকে শেপ করবেন, আপনি প্রথমে বাইরের প্রান্ত বা আউটলাইন ঠিক করুন – একটি ন্যুড পেনসিল ব্যবহার করতে পারেন। প্রান্তগুলির সীমারেখা ঠিক করলে আপনি বুঝতে পারবেন শেপিং করার পর আপনার ভ্রু কেমন দেখতে লাগবে। এটা মনে রাখুন আপনি যে লাইন এঁকেছেন তার বাইরে থেকে যাওয়া চুলগুলিকেই শুধু তুলবেন

খুব ঘন এলোমেলো ভ্রু

খুব বেশি করে প্লাক করা, একদম সরু ভ্রু দেখতে অদ্ভুত লাগে কিন্তু খুব মোটা, ঘন এলোমেলো ভ্রু-ও দেখতে ভালো লাগে না। ট্যুইজারের ব্যবহার না করলে কিন্তু আপনার ভ্রু-তে স্বাভাবিক সৌন্দর্য্য বা ঝকঝকে ভাব আসবে না – এলোমেলো ভ্রু-র চুলগুলি আপনার ভ্রু-যুগলকে পরিচ্ছন্ন বা নিট লুক দেয় না এবং আপনার মুখের বৈশিষ্ট্যেও একটা অসাম্য তৈরী করতে পারে। মনে রাখবেন মাত্র কয়েকটি চুল তুলে নিলেই কিন্তু আপনার মুখে একটা ঝকঝকে ভাব চলে আসে এবং আপনার মুখের রাগীভাব চলে যায়।

অস্বাভাবিক দেখতে ভ্রু-র আর্চ

ভ্রু শেপ বা ভ্রু মেক-আপ করার সময় দুই দিকের ভ্রু-র মধ্যে সামঞ্জস্য রাখা খুব গুরুত্বপূর্ণ। আর্চগুলি যাতে মুখের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা স্বাভাবিক দেখতে লাগে তা মাথায় রাখা ভীষণভাবে দরকার। খুব তীক্ষ্ণ বা গোলাকার ভ্রু সেই সঙ্গে খুব উঁচু আর্চযুক্ত ভ্রু আমাদেরকে হাস্যকর করে তোলে এবং অবশ্যই তা আকর্ষনীয় নয়।

খুব উঁচু আর্চ আপনাদের মুখে সবসময় একটা বিস্ময়ের অভিব্যক্তি তৈরী করে আবার বোল্ড ভ্রু  যা এঁকে অপরের খুব কাছাকাছি তা দেখে অনেকেই রাগী মনে করেন। যদি আপনি সামঞ্জস্যপূর্ণ ভ্রু চান কিন্তু জানেন না কীভাবে সঠিক শেপ করতে হয় – তবে কোন সৌন্দর্য্যবিদের সঙ্গে যোগাযোগ করুন যিনি আপনার মুখের বৈশিষ্ট্য অনুযায়ী একদম সঠিক ভাবে শেপ করে দেবেন। এরপর আপনাকে শুধু সময়ে সময়ে এদিক ওদিকে বেরিয়ে থাকা চুলগুলিকে প্লাক করে বা তুলে ফেলতে হবে। ভালো মানের ট্যুইজার নিয়ে আসুন ও সহজেই এটি করে ফেলুন।

ফাঁকযুক্ত ভ্রু

আপনার ভ্রু-জোড়া কী ফাঁকযুক্ত, পাতলা এবং বেমানান? ভ্রু-র খিলানগুলিতে কী কোন ফাঁকা অংশ আছে?

মেক-আপের পণ্য (ব্রো পেনসিল, পোমেড ইত্যাদি ) ব্যবহার করে এগুলি আপনি ঢেকে ফেলতে পারেন তবে আপনি ভালো মানের আইব্রো গ্রোথ সিরাম দিয়ে সমস্যার সমাধান করতে পারেন – নিয়মিত ব্যবহারে ভ্রু-যুগল আবার নতুন করে বেড়ে উঠবে এবং সেই সঙ্গে ভ্রু দুটির ঘনত্বও বাড়বে

অসফল ভ্রু ল্যামিনেশন

যদি আপনি সঠিক সেট, বিস্তারিত নির্দেশিকা, ভালো মানের পণ্য এবং সঠিক নামের বোতল পান তাহলে ব্রো ল্যামিনেশন সহজ এবং ঝামেলাহীন একটি পদ্ধতি। এই রূপচর্চা একদম অসফল হয়ে যেতে পারে যদি আপনি মিশ্রণটি অনেকক্ষণ রেখে দেন বা ব্যবহারের পরের যত্নবিধি ঠিকমতো মেনে না চলেন। অনেকেই চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে তাদের ভ্রু ভিজিয়ে ফেলেন বা মেক-আপ করার ভুলটি  করে ফেলেন। এটাই এফেক্টকে খারাপ করে দেয়। অন্য ভুলটি হল আইল্যাশ ল্যামিনেশন কিট দিয়ে ভ্রু ল্যামিনেশন করা। মনে রাখবেনঃ যখনই ভ্রু ল্যামিনেশন করবেন, সবসময় নির্মাতার নির্দেশিকা মেনে চলবেন এবং শুধুমাত্র ভালো মানের পণ্য বেছে নেবেন যেমন ন্যানোব্রো ল্যামিনেশন কিট। এটি দিয়ে বাড়িতে সহজেই ল্যামিনেশন করে ফেলা যায়।

Niepoprawnie wykonana laminacja brwi

অসফল স্থায়ী ভ্রু মেকআপ

বিউটি সালোনগুলিতে স্থায়ী ভ্রু মেক-আপ হচ্ছে অন্যতম জনপ্রিয় রূপচর্চা। নতুন পদ্ধতিতে সত্যিকারের চুলের মতই স্ট্রোক আঁকা যায়, এর জন্যই এর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। আর কি চাই, স্থায়ী ভ্রু আমাদের অনেক সময় বাঁচিয়ে দেয় এবং আমরা সবসময়ই নিশ্চিত থাকি যে আমাদের সবসময়ই সুন্দর লাগে। তবে, এই রূপচর্চা করার আগে আপনাকে এর ভালো ও খারাপ দিকগুলিও জানতে হবে, সঠিক সালোন বেছে নিন সেই সঙ্গে সঠিক কোয়ালিফায়েড ভ্রু এক্সপার্ট। স্থায়ী মেক-আপে প্রচুর প্রতিবন্ধকতা রয়েছে এবং আপনাকে সমস্ত অসুস্থতা, ত্বকের সংক্রমণ, গর্ভাবস্থা ইত্যাদি সম্পর্কে এক্সপার্টকে বলতে হবে। এছাড়াও, আপনার মাইক্রোব্লেডিং কখনই বাদ দেওয়া উচিত নয় – সস্তা পরিষেবা বা জায়গাগুলি বেছে নেবেন না যাদের সম্পর্কে আপনি কিছুই জানেন না (তাদের অভিজ্ঞতা, ডিপ্লোমা বা রিভিউ)। এটা একটি স্থায়ী রূপচর্চা যা বজায় থাকবে অনেকবছর পর্যন্ত। তাড়াহুড়োতে নেওয়া সিদ্ধান্তের জন্য আপনাকে অনেক বছর ধরে খারাপ একজোড়া ভ্রু বয়ে বেড়াতে হবে, টাকা খরচ করুন ভালো জায়গায় যান।

যেমনতেমন ভাবে করা ব্রো টিন্টিং

ভ্রু-তে হেনা পাউডার লাগানোকে এখনো অন্যতম বেশ কিছুদিনের জন্য স্থায়ী বা সেমি পারমানেট ভ্রু চর্চা বলে মনে করা হয়। আপনি কী এটা নিজে করেন? যদি আপনি এর পদ্ধতি সঠিকভাবে জানেন বা কোন রঙ টি আপনার জন্য সঠিক তা জানেন, তবে নিজে করতেই পারেন। মনে রাখবেন একজন যোগ্য সৌন্দর্য্যবিদ জানেন কীভাবে এক রঙ থেকে আর এক রঙ এ যেতে হয় যাতে সুন্দর ওম্ব্রে এফেক্ট তৈরী হয় – স্বাভাবিক দেখতে রঙ এর মিশ্রণ যা শুরু হয় হালকা থেকে, শেষ হয় গাঢ় রঙে। ভালো মানের হেনা বেছে নিতে ভুলবেন না। রাসায়নিক মেশানো হেনা ডাই থেকে অনেকসময়ই অ্যালার্জি হতে পারে। পাউডার হেনা বেশি মাত্রায় ভেষজ নির্যাস দ্বারা সমৃদ্ধ ও এতে গুঁড়ো করা লৌসনিয়া পাতা থাকে।

একটি মন্তব্য লিখুন। মডারেটরের অনুমোদনের সাথে সাথে এটি পোস্ট করা হবে।
গোপনীয়তা নীতি

আমাদের ওয়েবসাইট বাহ্যিক সরঞ্জামগুলি ব্যবহার করার জন্য কুকিজ, এছাড়াও তৃতীয় পক্ষের কুকিজ ব্যবহার করে। যদি ব্যবহারকারী তাদের সম্মতি না দেয় তবে শুধুমাত্র প্রয়োজনীয় কুকি ব্যবহার করা হয়। আপনি যেকোনো সময় আপনার ব্রাউজারে সেটিংস পরিবর্তন করতে পারেন। আপনি কি সমস্ত কুকি ব্যবহার করার জন্য আপনার সম্মতি দেন?

গোপনীয়তা নীতি