
একদম সঠিক ভাবে সুষম, ঘন মোটা এবং খুব ভালো ভাবে সুনির্দিষ্ট একজোড়া ভ্রু-কে এখনও শীর্ষস্থানে থাকা মেকআপের ট্রেন্ড ধরা হয়। এটা একদমই আশ্চর্য্যের নয় – মোটা ভ্রু-তে মুখের চেহারা অনেক কমবয়সী লাগে। এই জন্যই ৮০ আর ৯০ দশকের সরু ভ্রু এখন অতীত। তবে, অনেক মহিলাই আগের ট্রেন্ড মেনে চলে দীর্ঘদিন ধরে বেশি বেশি প্লাক করার ফলে এখন মোটা ভ্রু ও ঘন চোখের পাতার জন্য লড়াই করে চলেছেন। আপনার স্বাভাবিক ভ্রু কী ফাঁকা-ফাঁকা, প্রায় দেখাই যায় না? আর চিন্তা নেই! পাতলা ভ্রু-র জন্য সেরা মেকআপের কৌশল ও পদ্ধতি শিখে নিন।
আপনার ভ্রু কীকরে মোটা ঘন করবেন?
সবার প্রথমে, আপনি জেনে রাখুন যে সবচেয়ে পাতলা ও ফাঁকা ভ্রু-ও মোটা এবং ভরাট করা যায়! ভ্রু ঘন করার জন্য আইব্রো সিরাম আছে যার সাহায্যে ভ্রু-র বৃদ্ধি হয়, যেমন বিখ্যাত ন্যানোব্রো সিরাম, বিশ্বের সব জায়গার মহিলারা এর কদর করে আসছেন। সিরামের নিয়মিত ব্যবহারে ভ্রু-র চুল আবার বেড়ে উঠতে শুরু করে এবং আর্চগুলি মোটা হয়। আপনি যদি ঘন চোখের পাতা বা ভ্রুর স্বপ্ন দেখেন – তাহলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভ্রু-র ঘনত্ব বাড়িয়ে তুলতে একটি ভালো আইব্রো সিরামের কোন বিকল্প নেই!
ভ্রু-র ভলিউম কীভাবে বাড়ানো যায়?
চটজলদি ভ্রু-যুগলকে ঘন করে তোলার সেরা উপায় হল ভালো আইব্রো মেকআপ। যদি আপনি মেকআপ লাগিয়ে আপনার ভ্রু দুটিকে সুনির্দিষ্ট করে তুলতে চান, অনেক রকম আইব্রো প্রসাধনী আছে যা আপনার কাজে লাগতে পারে। বর্তমানে, ব্রো মেকআপের ক্ষেত্রে প্রসাধনীর বাজার ভীষণভাবে বেড়ে উঠেছে এবং অনেক রকমের পণ্য এখন পাওয়া যায়ঃ আইব্রো পেনসিল, মাইক্রোব্লেডিং পেন এবং মার্কার, ব্রো পাউডার, আইব্রো ওয়্যাক্স, ব্রো মাস্কারা, জেল, পোমেড, এমনকি বিশেষ সাবান পর্যন্ত যা আপনার পছন্দমত ভ্রুর শেপ তৈরী করে দেবে।
ধাপে ধাপে পাতলা ভ্রু মেকআপের টিওটোরিয়াল
১। ভ্রু-জোড়াকে প্রস্তুত করুনঃ স্পুলি দিয়ে ব্রাশ করে।
২। একটি কোণযুক্ত ব্রাশে পোমেড নিয়ে ভ্রু দুটির আউটলাইন করুন। মনে রাখবেন নিচের প্রান্তটিকে বোল্ড করতে হবে। এই কাজের জন্য আপনি একটি নরম, যথেষ্ট রঙ-যুক্ত রঙিন আইব্রো পেনসিল ব্যবহার করুন। ভ্রু-দুটির সঠিক শেপ ঠিক করতে আইব্রো ম্যাপিং এর সাহায্য নিতে পারেন। পাতলা ভ্রুর ক্ষেত্রে ভলিউম দেওয়ার জন্য করতে কনট্যুর বা সীমারেখা স্বাভাবিক চুলের লাইনের থেকেও বেরিয়ে থাকবে।
৩। কনট্যুর আউটলাইন করা হয়ে গেলে, একটি আইব্রো পেন বা পোমেডের সাহায্যে ফাঁকা জায়গাগুলিতে ভরাট করতে চুলের মত স্ট্রোক দিতে থাকুন।
৪। এবার ভ্রু-জোড়াতে রঙ লাগান। এক্ষেত্রে ব্রো পোমেড বা ব্রো পাউডার খুব ভালো কাজ করে। চোখের কোণের কাছে ভেতরের প্রান্ত থেকে শুরু করুন, এবং ধীরে ধীরে আর্চের দিকে যান।
৫। মনে রাখবেন ভেতরের প্রান্তের রঙ শেষের অংশ বা লেজের রঙ থেকে হালকা হবেঃ এবার আলতো করে মাঝখানের অংশ (ওপরের ভ্রু লাইন) থেকে এবং আর্চের শুরুর দিকের প্রসাধনীটির বাড়তি অংশ ব্রাশ করে সরিয়ে দিন।
৬। শেষের অংশটি গাঢ় রঙ করুন, অল্প সূচালো ও সুনির্দিষ্ট লাইন করুন। মনে রাখবেন খুব সরু যেন না হয়ঃ আইব্রো ম্যাপিং সঠিকভাবে মেনে চলুন।
৭। ভ্রু-র চুলগুলিকে ঠিক করুনঃ একটি স্বচ্ছ বা রঙিন আইব্রো জেল দিয়ে চুলগুলি ব্রাশ করুন, এদের এবার সর্বশেষ যে শেপটি আপনি চান সেই শেপে নিয়ে আসুন। সব চেয়ে ভালো দেখানোর জন্য চুলগুলিকে ওপরের দিকে ব্রাশ করতে পারেন।
ব্যস হয়ে গেছে! আপনি এই মাত্র আপনার ভ্রু ভরাট করার মেকআপের পাট শেষ করে ফেলেছেন।
টিপস
যদি আপনি ভ্রুগুলি ব্রো পাউডার দিয়ে ভরাট করেন, তবে এমন একটি কিট বেছে নিন যাতে ওয়্যাক্স এবং দুটো রঙের পাউডার থাকে। এতে আপনি স্বাভাবিক দেখানোর মত রঙের বিন্যাস তৈরী করতে পারবেন, হালকা রঙ থেকে গাঢ় রঙের দিকে যাওয়ার একটা হালকা মিশ্রণ তৈরি হবে। এফেক্টকে সুক্ষ্ম দেখানোর জন্য আপনি ভালো মানের ব্রো পাউডার মিশিয়ে লাগাতে পারেন এবং ফাইনাল লুকটি তাহলে আরো স্বাভাবিক দেখাবে।
ব্রো-ফিলার হিসেবে কী কাজ করে?
পাতলা ও ফাঁকা-ফাঁকা ভ্রুর জন্য বিশেষভাবে তৈরি বেশ কিছু প্রসাধনী আছে। সবার প্রথমে হল পোমেড, এটি দিয়ে ১০০% ভ্রু-র অঞ্চল ভরিয়ে তোলা যায়, পুরো আর্চ দুটিকেই ভরিয়ে ফেলা যায়, এর সঙ্গে যে কোন ফাঁক ভরাট করার জন্য একেকটি আসল চুলের মতই স্ট্রোক দেওয়া যায়। আইব্রো পেনসিল ও মাইক্রোব্লেডিং পেন খুব সরু এবং নিখুঁত লাইন তৈরী করতে পারে এবং এতে আপনার আর্চ দুটিতে আরো গভীরতা তৈরী হয়।
[info]______________________________________________________________________________
[ ইনফোগ্রাফিকা ১]
পাতলা আইব্রো মেকআপের সাধারণ কিছু নিয়ম
✔ ভ্রুর হাড়ের নিচে হালকা বেজ রঙের আইশ্যাডো লাগান, এতে করে একটা চমৎকার ব্রো লিফট এফেক্ট পাবেন।
✔ আপনার স্বাভাবিক ভ্রুর রঙ থেকে ব্রো মেকআপ প্রসাধনীগুলির রঙ এক শেড হালকা হতে হবে।
✔ সবসময় সঠিকভাবে পরিষ্কার করা ভ্রু-তেই ব্রো মেকআপ লাগাবেন।
✔ ব্রো মেকআপের জন্য সেরা হল একটি চ্যাপ্টা, বাঁকানো ব্রাশ যার বেশ শক্ত ব্রিসল রয়েছে।
✔ বেশি করে স্বাভাবিক দেখানোর জন্য গ্র্যাডিয়েন্ট ওম্ব্রে এফেক্ট তৈরী করার চেষ্টা করুন।
✔ যদি আপনি পাতলা ভ্রু-যুগলকে বাড়িয়ে তুলতে ও পুষ্ট করতে চান তাহলে ভালো একটি আইব্রো সিরাম বেছে নিন।
✔ বেশীর ভাগ মানুষের মুখে একটা অসামঞ্জস্য থাকে, আপনার ভ্রু-দুটির একই রকম দেখতে হবে তার কোন মানে নেই কিন্তু তাদের শেপ একরকমের হতে হবে।
✔ ব্রো মেকআপের ক্ষেত্রে সতর্ক থাকুন – খুব সরু প্রান্ত বা শার্প এজ এড়িয়ে চলুন, কারণ এটি আপনার মুখের বৈশিষ্ট্যগুলিকে আরও ধারালো করে তুলবে।
___________________________________________________________________________________[/info]