
মোটা, স্বাভাবিক দেখতে, একটু এলোমেলো একজোড়া ভ্রু বেশ কিছু সময় ধরে সবচেয়ে হট ট্রেন্ড হিসেবে ধরা হচ্ছে। আপনার যদি ঝোপের মত ঘন এবং মোটা একজোড়া ভ্রু থাকে তাহলে আপনি ভাগ্যবান – একে স্টাইল করতে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। সামান্য মেক-আপ দিয়ে এগুলিকে হাইলাইট করলেই কাজ হয়ে যাবে। তবে, যদি এরকম ভ্রু-কে নিয়ন্ত্রণ করা মুশকিল হয় এবং তা এদিক ওদিক বেরিয়ে পড়ে? সেক্ষেত্রে স্পুলি দিয়ে ব্রাশ করা যথেষ্ট নয়। এর জন্য সঠিক পণ্য বেছে নিতে হবে যা একে নিখুঁত করে সুন্দর শেপে রাখতে সাহায্য করবে। মোটা ঘন ভ্রু কীভাবে গুছিয়ে তোলা যায় জানতে হলে পড়তে থাকুন!
ঝোপের মত ঘন ভ্রু কীকরে নিয়ন্ত্রণে রাখবেন?
হয়তো সব মহিলারাই মোটা, পরিপূর্ণ, ঝোপের মত ঘন ভ্রু পছন্দ করেন, তবে কোন কিছুই খুব বেশি ভালো নয় – তা সে খুব সরু চর্মসার ভ্রু বা মোটা অনিয়ন্ত্রিত ভ্রু কোনটাই কিন্তু আমাদের লুককে সেরা করে তোলে না। কীভাবে একে নিয়ন্ত্রণ করবেন? সঠিকভাবে গুছিয়ে শেপ করে ফেলাই হচ্ছে রহস্য। যদি আপনি না জানেন এটা কীভাবে করতে হয়, তাহলে ভ্রু বিশেষজ্ঞের পরামর্শ নিন যিনি আপনার ব্রো ম্যাপিং করে আর্চগুলিকে সমান করবেন, এদিক ওদিকে থেকে পড়া চুলগুলোকে প্লাক করে তুলে দেবেন। বড় ভ্রু-কে ঠিক করতে ছেঁটে ফেলা বা ট্রিমিং ভালো উপায় – মনে রাখবেন পুরো দৈর্ঘ্য জুড়ে ছেঁটে ফেলবেন না। এই পদ্ধতি ভ্রু ভেতরের দিকে (নিচের লাইন) ভালো কাজ দেয়। ভালো করে ট্রিম করা হলে, ভ্রু-জোড়া খুব ঘন বা এলোমেলো লাগে না। আপনি নিজেই ট্রিম করতে পারেন তবে আমরা পরামর্শ দেব আপনি কোন দক্ষ ভ্রু স্টাইলিস্টকে দিয়ে এটা করান।
ঝোপের মত ঘন ভ্রু-তে কী ব্যবহার করবেন?
একটি ভুল ধারণা আছে যে মোটা, ঝোপের মত ঘন ভ্রু-র কোন যত্নের প্রয়োজন নেই – এটা ঠিক নয়! সব রকমের ভ্রু-কেই প্রতিদিন যত্ন করতে হয়। আবহাওয়ার চরম অবস্থা (মাইনাস তাপমাত্রা, ইউভি রেডিয়েশন, খুব কড়া রোদ), মানসিক চাপ, ভ্রু-র নিয়মিত যত্নের অভাব, বিশেষ ওষুধ বা খারাপ মানের প্রসাধন সামগ্রী – এই সব কিছুতেই ভ্রু-র স্বাস্থ্য খারাপ হয়ে যায়, ফলে অতিরিক্ত মাত্রায় পড়ে যায়, নিষ্প্রভ লাগে এবং নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যায়। ভেষজ তেল ভ্রু-র জন্য উপকারী, যেমন ভ্রু-কে স্বাস্থ্যজ্জ্বল রাখতে ক্যাস্টর অয়েল দিনে একবার ভ্রু-তে লাগালে ভালো কাজ দেয়। এছাড়াও একটি আইব্রো সিরাম কিন্তু খুব চমৎকার একটি পণ্য – এতে উদ্ভিজ নির্যাস ও অন্যান্য পুষ্টিগুণ রয়েছে যা পুষ্ট করার সঙ্গে সঙ্গে ভ্রু-যুগলকে মজবুত ও সুন্দর করে।
মোটা ভ্রু-র স্টাইল ও গ্রুম কীভাবে করবেন?
ভ্রু-যুগলকে ভরাট করার পরেও ভ্রু এলোমেলো দেখাতে পারে যদি না আপনি এমন জিনিস ব্যবহার করেন যা ভ্রু-জোড়াকে ধরে রাখতে পারে। একটি ব্রো সোপ বা একটি ক্লিয়ার জেল এর জন্য বিশেষ প্রশংসিত কারণ যাদের ভ্রু মোটা ও ঝোপের মত ঘন তাদের ভ্রু-গুলি সেটিং এর জন্য সেরা পণ্য।
-
ব্রো সোপ
অনেক দশক ধরেই ভ্রু স্টাইল করার জন্য সাবান একটি জনপ্রিয় উপায় বলে মনে করা হয়। আগে সাধারণ গ্লিসারিন সাবান ছিল এর জন্য একমাত্র পছন্দ। এর সঙ্গে জল মেশাতেই হত এবং অনেক সময়ই সমস্যা হতঃ এর টেক্সচার এবং মিশ্রণের গঠন ঠিকঠাক ছিল না, পছন্দসই শেপ তৈরী হওয়ার আগেই তা শক্ত হয়ে যেত… আধুনিক-দিনের সাবান যা পাওয়া যায় তার সঠিক গঠন প্রণালী রয়েছে যাতে আপনি সহজেই এক স্কুপ করে নিতে পারেন এবং সরাসরি ভ্রু-তে লাগাতে পারেন। এটা তখনই শক্ত হয়ে যায় না, ভ্রু-যুগলকে স্টাইল করার যথেষ্ট সময় পাওয়া যায়। এর ওপরে, সব শেষে যে শেপ পাওয়া যায় তা অনেক ভালো হয় কারণ এতে ভ্রু-যুগলকে চকচকে করে তোলার উপাদান রয়েছে।
-
ব্রো জেল
ভ্রু মেক-আপকে ফাইনাল লুক দিতে এবং তা অনেকক্ষণ ধরে রাখতে ব্রো জেল হচ্ছে দারুন জিনিস। ক্লিয়ার ও টিন্টেড দুভাবেই এটি পাওয়া যায়। যদি আপনার ভ্রু-র শেপ সুন্দর হয় এবং শুধুমাত্র একটু সেটিং এর দরকার হয় বা আপনি যদি স্বাভাবিক দেখতে নো মেক-আপ ভ্রু-র ফ্যান হন, তাহলে ক্লিয়ার জেল ব্যবহার করে দেখুন। অন্যান্য মেক-আপ প্রোডাক্ট লাগাবার পর এটি ফিনিশিং টাচ হিসেবেও কাজ করে – এটি ভ্রু-যুগলকে সঠিক ভাবে সেট করে রাখতে ও তা নিখুঁতভাবে অনেকক্ষণ ধরে রাখতে কাজ করে। আপনি যদি একটু বেশি রঙিন চান, তাহলে টিন্টেড ব্রো জেল বেছে নিন, এমন রঙের যা আপনার স্বাভাবিক ভ্রু-র রঙের কাছাকাছি দেখতে। শুধুমাত্র এটিই ব্যবহার করতে পারেন বা সব শেষ মেক-আপের অঙ্গ হিসেবে ব্যবহার করতে পারেন।
মোটা, ঝোপের মত ঘন ভ্রু-র মেকআপ কীভাবে করবেন?
১। ব্রো শেপিং হচ্ছে সবচেয়ে আগে দরকার – এটা ছাড়া, পেশাদারী মেকআপ বা সেরা মেকআপের সামগ্রীগুলিও কোন কাজে লাগবে না। যদি আপনার ভ্রু মোটা ও ঝোপের মত ঘন হয় তবে ভ্রু-র যত্নে শেপ করা ও ট্যুইজিং বা ভ্রু তোলা সবচেয়ে জরুরী বিষয়। সময়ে সময়ে একজন পেশাদারকে দিয়ে এই কাজটা করালে ভালো হয়। আর প্রতিদিন আপনি ভ্রু-র এদিক ওদিকে বেড়ে ওঠে কিছু চুল প্লাক করতে পারেন।
২। আপনার ভ্রু যদি অনিয়ন্ত্রিত হয় যা ভাঁজ হয়ে যাওয়া বা বেরিয়ে পড়ার প্রবণতা থাকে, তবে আপনার একটা স্পুলি প্রয়োজন এবং ওপরে বলা সোপ বা ব্রো মাস্কারা দিয়ে তখন ভ্রু-কে শেপ করে নিন এবং রঙ গাঢ় করে তুলুন। যদি আপনি সাবান ব্যবহার করেন, তাহলে এরপর মেক-আপ লাগাবেন, যেমন পাউডার বা মাস্কারা।
৩। চোখের পাতায় যে সাধারণ মাস্কারা ব্যবহার করা হয়, ব্রো মাস্কারাও সেরকমই, কিন্তু এতে ভ্রু-কে রঙিন, পুষ্ট ও গুছিয়ে তুলতে বিশেষ রঙের উপাদান বা পিগমেন্ট দেওয়া রয়েছে। এর গঠন আপনার আর্চদুটিকে ভারী না করে সুন্দরভাবে স্টাইল করবে। সেরা আইব্রো মাস্কারা আপনার ভ্রু-যুগলকে সারাদিন সুন্দর করে রাখবে।
৪। মোমসহ আইব্রো পাউডার কিট মোটা আর ঝোপের মত ঘন ভ্রু-র জন্য দারুন জিনিস। আপনি এ দিয়ে ট্রেন্ডি, স্বাভাবিক দেখতে আর্চ তৈরী করতে পারবেন যা এখন ইনস্টাগ্রামে খুব চলছে। প্রথমে, মোম দিয়ে ভ্রু শেপ করে নিন। তারপর, একে পাউডার দিয়ে হাইলাইট করুন। এটি অনেকক্ষণের জন্য ধরে রাখতে এবং ভলিউম বাড়াতে ব্রো জেল লাগান।
মোটা ভ্রু-র জন্য মেক-আপের সামগ্রী
আপনার মোটা ঝোপের মত ঘন ভ্রু-র জন্য কী আপনি সেরা মেকআপ প্রোডাক্ট খুঁজছেন? ওপরে বলা ব্রো জেল ও মাস্কারা এধরনের ভ্রু শেপ করা ও স্টাইলের জন্য একদম পারফেক্ট। কিছু ক্ষেত্রে, অনেকসময় মোটা ভ্রু-তেও ফাঁক থাকে – ব্রো পেনসিল বা মার্কার দিয়ে আপনি সত্যিকারের ভ্রুর চুলের মতই স্ট্রোক তৈরি করে সেই জায়গাটা ঢেকে দিতে পারবেন। পাতলা ও ঘন দুধরণের ভ্রু-র জন্যই ব্রো পাউডার খুব ভালো কাজ করে – এর পাউডারের মত গঠন রঙকে ঝলমলে করে, ফাঁক ঢেকে দেয় এবং ওম্ব্রে এফেক্ট তৈরী করতে আপনাকে সাহায্য করে। তাছাড়া এতে যে মোম দেওয়া থাকে তা এলোমেলো চুল গুলিকে ধরে রাখে এবং শেপে রাখতে সাহায্য করে।