আপনি কীভাবে আইব্রো জেল লাগাবেন তার পরামর্শ

আইব্রো জেল কীভাবে লাগাবেন?

মোটা ও বোল্ড আইব্রোর ট্রেন্ড কিন্তু এখনো বেশ ভালোই চলছে, তাই এর জন্য আরো বেশি বেশি করে প্রসাধনীও বাজারে আসছে। তবে, আইব্রো জেল কিন্তু এখনো বেশ জনপ্রিয়। প্রত্যেক আইব্রো মেকআপ ব্যাগে এটা থাকতেই হবে। যেকোন ভ্রুর ফিনিশিং লুক দিতে এটা সঠিক জিনিস এবং এর মাধ্যমে ভ্রু-যুগলকে সুনির্দিষ্ট করে তোলা যায়। এর সুবিধার দিকগুলি জানুন এবং শিখে নিন কীকরে ব্যবহার করতে হয়।

আইব্রো জেল – সেটা আবার কী জিনিস?

আইব্রো জেল হল ভ্রু মেকআপের একটি পণ্য। এটা অনেকটা মাস্কারার মত দেখতে, শুধু এর স্পুলিটি ছোট এবং আরও নিখুঁত। বিভিন্ন শেডে এটা পাওয়া যায় বা আপনি ক্লিয়ার আইব্রো জেল বেছে নিতে পারেন। রঙ গুলি খুব জোরালো নয় তাই আপনার স্বাভাবিক লুকটা বজায় থাকবে। পাতলা ও সুক্ষ্ম ভ্রু এবং সেই সঙ্গে মোটা ও বোল্ড ভ্রু-কেও গুছিয়ে ফেলতে ও শেপ ঠিক করার জন্য এটি একটি চমৎকার পণ্য

আইব্রো জেল কীভাবে লাগাবেন?

১। ভ্রু থেকে বাড়তি প্রসাধনী সরিয়ে ফেলতে ও পছন্দসই শেপ দিতে ভ্রু-দুটিকে পরিষ্কার স্পুলি দিয়ে ব্রাশ করে নিন।

২। একটি স্পুলির সাহায্যে মাস্কারার মত করে আইব্রো জেল লাগান

৩। নাকের পাশে চোখের ভেতরের কোণ থেকে লাগানো শুরু করুন। সঠিক শেপ ও স্বাভাবিক দেখতে লাগার জন্য ভেতরের কোণ থেকে বাইরের কোণ পর্যন্ত ভ্রু-র আসল চুলগুলিকে চিহ্নিত করার চেষ্টা করুন।

৪। আপনার ভ্রু-র আশেপাশের ত্বকে যদি কিছুটা জেল লেগে যায় তবে কিউ-টিপ দিয়ে তা মুছে নিন। আইব্রো পোমেডের মত জেল অত তাড়াতাড়ি শুকিয়ে যায় না, তাই ত্বক থেকে তা সহজেই মুছে ফেলা যায়।

৫। ভ্রু-তে একের পর এক জেলের পরত লাগানো এড়িয়ে চলুন। এতে একটা অস্বাভাবিক এফেক্ট তৈরী হয় এবং ভ্রু চটচটে হয়ে যায়।

যদি আপনি আরো বোল্ড ব্রো লুক চান, তবে ক্রিমযুক্ত, ঘন ও খুব বেশি পরিমাণে রঙ দেওয়া আইব্রো পোমেড ব্যবহার করুন। জেল হচ্ছে সুক্ষ্ম মেকআপ বা মেকআপ করার পর ভ্রু-র একদম ফাইনাল টাচ হিসেবে মানানসই।

কোন আইব্রো জেল বেছে নেবেন?

আইব্রো মেকআপের অনেক রকম পণ্য রয়েছে এবং তাদের মানও বিভিন্ন রকমের। আপনি যদি আপনার ভ্রুর লুককে সেরা করে তুলতে চান তবে স্বাভাবিক দেখতে শেডগুলি বেছে নিন যা সুন্দর ভাবে আপনার স্বাভাবিক ভ্রুর চুলের সঙ্গে মিশে যাবে। এক্ষেত্রে সাধারণ একটু ভুল হল ওয়ার্ম টোনের ভ্রু জেল বেছে নেওয়া, যেখানে আপনার ভ্রু কিন্তু কুল টোনের। যদি আপনি ভ্রু কে আরো হাইলাইট করতে চান তবে আপনার চোখের যে কাঠামো রয়েছে তার রঙের মত শেড বাছুন। যদি আপনি শুধু ভ্রুর চুলগুলিকে সেট করতে চান, তবে ক্লিয়ার আইব্রো জেল বেছে নিন।

এছাড়া, ওই প্রসাধনীটির ভালো ফর্মুলা-য় তৈরি কিনা তা দেখে নিন এবং এতে কোন ক্ষতিকারক উপাদান আছে কিনা সেটাও দেখে নিন। যে প্রসাধনী থেকে অ্যালার্জি বা জ্বালাভাব হয় সেগুলো ব্যবহার করার কোন যুক্তি নেই। একটি ভালো ফর্মূলা, সঠিক ঘনত্ব, স্থায়িত্বশীলতা এবং একটি সহজ ও সুনির্দিষ্ট স্পুলি হল একটি ভালো আইব্রো জেলের অত্যন্ত জরুরী উপাদান।

অন্যান্য ক্রেতা পণ্যটি সম্পর্কে ভালো বলছেন কিনা সেটাও দেখা দরকার। ন্যানোব্রো ল্যামিনেশন জেল সম্পর্কে খুব ভালো রিভিউ রয়েছে। এটি বিশ্বজুড়ে খুব জনপ্রিয় এবং মেকআপ আর্টিস্টদের কাছেও অপরিহার্য প্রসাধনী।

আইব্রো জেল – কীকরে ব্যবহার করা যায়?

আইব্রো জেল প্রতিদিন ব্যবহার করা যায় সেই সঙ্গে বড় কোন অনুষ্ঠানে গেলেও। অনেক মহিলাই প্রত্যেক সকালে তাদের ভ্রু-র চুল ক্লিয়ার জেল দিয়ে ব্রাশ না করার কথা কল্পনাই করতে পারেন না কারণ এর ব্যবহার খুবই সহজ। যদি আপনি একটি ভালো মানের আইব্রো জেল পেয়ে থাকেন যা আপনার ভ্রু-যুগলকে সুনির্দিষ্ট করবে, ধরে রাখবে এবং চকচকে করে তুলবে, তবে অবশ্যই প্রতিদিন এর ব্যবহার শুরু করুন!

একটি মন্তব্য লিখুন। মডারেটরের অনুমোদনের সাথে সাথে এটি পোস্ট করা হবে।
গোপনীয়তা নীতি

আমাদের ওয়েবসাইট বাহ্যিক সরঞ্জামগুলি ব্যবহার করার জন্য কুকিজ, এছাড়াও তৃতীয় পক্ষের কুকিজ ব্যবহার করে। যদি ব্যবহারকারী তাদের সম্মতি না দেয় তবে শুধুমাত্র প্রয়োজনীয় কুকি ব্যবহার করা হয়। আপনি যেকোনো সময় আপনার ব্রাউজারে সেটিংস পরিবর্তন করতে পারেন। আপনি কি সমস্ত কুকি ব্যবহার করার জন্য আপনার সম্মতি দেন?

গোপনীয়তা নীতি