ভ্রু-র মধ্যে ফাঁকা অংশঃ কী করে ঠিক করবেন?

কী করে সহজে ভ্রু ভরাট করা যায়?

আপনার ভ্রু এমনিতে ঘন এবং এর শেপও ভালো হলেও বর্তমানে কী তা পাতলা হতে শুরু করেছে? আর্চগুলির মধ্যে কী ফাঁক দেখা যাচ্ছে? ফাঁকযুক্ত ভ্রু সৌন্দর্য্যের ক্ষেত্রে অযাচিত একধরণের খুঁত, যা একদমই ভালো লাগে না। সৌভাগ্যবশত, বেশ কিছু উপায় আছে একে ঢেকে ফেলার – হয় মেকআপ দিয়ে বা আরো কিছু জোরালো উপায় আছে এর জন্য। ভ্রু-র মধ্যে থাকা ফাঁকগুলো কীভাবে ঢেকে ফেলবেন তা জানতে পড়তে থাকুন।

ফাঁকযুক্ত ভ্রু – এর কারণ

ভ্রু-র মধ্যে ফাঁক থাকার অনেক কারণ রয়েছে – আর বেশ কিছু কারণে এগুলি আরো বেশি করে চোখে পড়ে। সবচেয়ে সাধারণ কারণগুলি হল মানসিক চাপ, ভ্রু-র যত্ন ঠিকমত না নেওয়া বা কিছু ওষুধের প্রভাব। চরম অবস্থায় ভ্রু-এর চুল পড়ে যাওয়ার কারণগুলি হলঃ ডায়াবেটিস, থাইরয়েড বা লিভারের গণ্ডগোল, ডিসকয়েড লুপাস এরিথেমাটোসাস, সেবেসিয়াস ডার্মাটাইটিস, ওরিয়েন্টাল সোর ইত্যাদি। ভ্রু-তে ফাঁক দেখা দেওয়া অনেক সময় ফাংগাল বা ছত্রাক ইনফেকশন অথবা প্যারাসাইট বা পরজীবী যেমন মাইটস যা মৃত কোষগুলি থেকে খাদ্য সংগ্রহ করে, তার থেকে হতে পারে। এছাড়া, কিছু ভিটামিনের অভাবের কারণে চুলের অবস্থা, ভ্রু-র চুলের অবস্থার অবনতি হতে পারে, তাছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস যা ট্যিসু এবং চুলের ফলিকলের অবনতির জন্যও হতে পারে। কী কী কারণে ভ্রু পাতলা হয়ে যেতে পারে?

বিঃ দ্রঃ!

মনে রাখবেন চুল পড়বে এটাই স্বাভবিক – চুলের জীবনচক্রের এটি একটি পর্যায়। তবে, ভ্রু যদি পাতলা হতে শুরু করে তাহলে কিন্তু ব্যবস্থা নিতে হবেঃ একজন ডাক্তারের পরামর্শ নিন, ভ্রু-র চুলগুলিকে মজবুত করার উপায় প্রয়োগ করুন এবং ভালো মেকআপের সাহায্যে ফাঁকগুলি ভরাট করে দিন।

ভ্রু-র ফাঁকা জায়গা ভরাট করবেন কী ভাবে?

সৌভাগ্যবশত, বেশ কিছু সহজ উপায়ে ফাঁকা অংশগুলি ঢেকে ফেলা ও ভরাট করা যায়। আপনার শুধু লাগবে ভালো মানের মেক-আপ। অবশ্যই আপনি আপনি ব্রো সালোনের আরো উন্নত ধরণের উপায় গুলি দেখে নিতে পারেন। পাতলা হয়ে যাওয়া ভ্রু, ফাঁকযুক্ত ভ্রু-র সমস্যা কীভাবে মেটাবেন তা জানতে পড়তে থাকুন।

কী করে সহজে ভ্রু ভরাট করা যায়?

ব্রো মেক-আপ ব্যবহার করে ফাঁকযুক্ত ভ্রু-র সমস্যা দূর করা হল সবচেয়ে সহজ এবং যন্ত্রণাহীন উপায়। যেসব ভ্রু-তে ফাঁক রয়েছে তা ভরাট করবেন কীভাবে? পাতলা ভ্রু কীভাবে সহজে ভরাট করা যায় সে সম্পর্কে এখানে ধাপে ধাপে বলা হয়েছে।

ধাপ #১ ভ্রু-র দিকে নজর দিন, দেখে নিন ট্যুইজিং দরকার কিনা

দেখে নিন আপনার ভ্রু পছন্দসই শেপে আছে কিনা এবং এর ট্যুইজিং দরকার কিনা। একটি স্পুলি দিয়ে ভ্রু-র অঞ্চলটি গুছিয়ে নিয়ে দেখে নিন সেটি আপনার পছন্দমত শেপে আছে কিনা।

ধাপ #২ মেক-আপের জিনিসগুলির জন্য বেস তৈরী করুন

আপনি যদি ব্রো পাউডার লাগানোর কথা ভাবেন, তাহলে এর সঙ্গে কিছুটা ওয়াক্স/প্রাইমার লাগিয়ে নিন যাতে এটি ঠিকমত সেট হয়ে থাকে। এটা করার সময় আপনি দেখে নিন পাউডার ভ্রু-তে লেগে থাকছে কিনা আর বেশীক্ষণ থাকছে কিনা, এছাড়াও রঙের ক্ষেত্রে বলা যায়, গাঢ় রঙ বাছুন। আপনি যদি ব্রো পেন্সিল বা মার্কার ব্যবহার করেন, তাহলে অল্প একটু লিকুইড কনসিলার লাগিয়ে ভ্রু-কে রেডি করুন – এতে মেক-আপ করা সহজ হবে এবং বেশী সময় ধরে থাকবে।

ধাপ #৩ ভ্রু-যুগলকে সুনির্দিষ্ট করুন

একটি ব্রো পেন, পেনসিল বা পোমেডের সাহায্যে হালকা করে ভ্রু-র আউটলাইনকে সুনির্দিষ্ট করে নিন, আপনার পছন্দসই শেপে নিয়ে আসুন। মনে রাখবেন ভ্রু-র নিচের লাইনটিকে বেশি বোল্ড হতে হবে।

ধাপ #৪ এক একটি চুল আঁকুন

এবার, আপনি ফাঁকা জায়গাতে চুলের মত স্ট্রোক দিয়ে এঁকে নিন। এর জন্য বিশেষ একধরনের ব্রো মার্কার একদম সঠিক জিনিস। এটি মাইক্রোব্লেডিং পদ্ধতির মতই এফেক্ট তৈরি করে। ন্যানোব্রো মাইক্রোব্লেডিং পেন হচ্ছে একদম নিখুঁত এবং খুব ভালো মাত্রায় রঙিন, এর ব্যবহারে অনেক সময় পর্যন্ত এর এফেক্ট থাকে। ভ্রু-যুগলে গাঢ় রঙ থাকলেও তা একদম স্বাভাবিক লাগে। এই পেনের সাহায্যে আপনি ভ্রু-কে খুব সহজেই মোটা করে ফেলতে পারবেন। যেখানে ফাঁক দেখবেন সেখানে চুলের মত স্ট্রোক আঁকুন এবং দেখে নিন আপনার স্বাভাবিক ভ্রু যেদিকে সেদিকেই এই স্ট্রোকগুলি থাকছে কিনা।

ধাপ #৫ ভ্রু ভরাট করে নিন

এবার পুরো ভ্রু জুড়ে মেক-আপ লাগানোর পালা – পাউডার, পেনসিল বা পোমেড ব্যবহার করে আর্চগুলিকে ভরাট করে তুলুন। মনে রাখবেন ভ্রু-র শুরুর দিকের রঙ হবে হালকা আর শেষের দিকে হবে মোটা। ন্যানোব্রো আইব্রো পাউডার কিটে দুটি রঙের পাউডার থাকে, এ দিয়ে আপনি চমৎকার ওম্ব্রে এফেক্ট তৈরি করতে পারবেন। এদুটি রঙ খুব সহজেই হালকা থেকে গাঢ়তে মিশে যায়।

ধাপ #৬ আউটলাইন গুলিকে হালকা করা

ভ্রু-যুগলকে স্বাভাবিক দেখতে লাগার জন্য, দুটো রঙ মেশানোর থেকেও আপনি আরো কিছু করতে পারেন – ওপরের ভ্রু লাইন এবং ধারালো প্রান্তগুলিকে হালকা করতে পুরো ভ্রু ব্রাশ করে নিন যাতে মুখে রাগীভাব দূর করা যায়। যদি দুটি রঙের মধ্যে লাইন দেখতে পান তবে তা ভালো করে পরস্পরের মিশিয়ে দিন এবং দেখে নিন রঙের বিন্যাস খুব মসৃণ হচ্ছে কিনা।

ধাপ #৭ সুন্দর ভ্রু অনেকক্ষণ ধরে রাখুন

সব শেষে, একটি সেটিং ব্রো জেল নিয়ে নিন, তা স্বচ্ছ বা হালকা রংযুক্ত যাই হোক না কেন। ভ্রু-তে লাগান এবং পছন্দমত দিক লক্ষ্য করে ব্রাশ করুন। এই জেল আপনার ভ্রু-যুগলকে বেশ কয়েক ঘন্টার জন্য নিখুঁত করে রাখবে, সেই সঙ্গে এতে ফোলা ভাব নিয়ে এসে ভ্রু দেখতে মোটা লাগবে।

আইব্রো এক্সটেনশনঃ এটি আবার কী জিনিস?

যদি আপনি না চান বা প্রতিদিন ভ্রু-কে ভরাট করার প্রক্রিয়ায় না যেতে চান, আপনি একটি অন্যরকম উপায়ের সাহায্য নিতে পারেন যার সাহায্যে ভ্রু-র ফাঁকা অঞ্চলে নকল ভ্রু-র চুল লাগিয়ে ঢেকে ফেলা যাবে। যাদের স্বাভাবিক ভ্রু খুব পাতলা এবং তারা চান মোটা আর্চ ও ভ্রু-র ফাঁকা জায়গা বা দাগের জায়গা ঢেকে ফেলতে তাদের জন্য এটি যথেষ্ট উপকারী।

এর পদ্ধতি খুব সহজঃ এতে খুব ছোট্ট নকল চুলগুলি আপনার নিজস্ব ভ্রু-র চুলের সঙ্গে লাগিয়ে রাখা হয় এবং হাত না লাগালে তা ২-৩ সপ্তাহ থাকে। এরপর, এভাবেই আপনাকে আবারও এক সেট লাগাতে হবে। নকল বা ফেক এক্সটেনশন লাগালে আপনাকে তৈলাক্ত জিনিস থেকে দূরে থাকতে হবে ও ভ্রু-দুটিতে হাত লাগানো চলবে না।

সেমি-পার্মানেন্ট ব্রো টিন্টিংঃ হেনা

যদি ফাঁকগুলো তত বড় না হয় তবে আপনি ব্রো টিন্ট করে বা ভ্রু রাঙিয়ে নিয়ে তা ঢেকে ফেলতে পারেন। পাউডার হেনা এর জন্য ভালো কাজ করে কারণ এতে ভ্রু এবং ত্বক দুটি জায়গাই রঙিন হয় – ভ্রু-কে আরো ঘন দেখতে লাগে এবং সব ফাঁকগুলো ঢেকে ফেলা যায়। হেনা করলে এর এফেক্ট অনেক সপ্তাহ থাকে কিন্তু আপনার জানা উচিৎ যে মাথার চুলের থেকে ভ্রু-র চুলে রঙ তাড়াতাড়ি চলে যায়, তাই আপনাকে এটি প্রায়শই ব্যবহার করতে হবে।

স্থায়ী বিকল্পঃ ব্রো ট্যাটু

ফাঁকযুক্ত ভ্রু-কে ভরাট করতে এটি হল সব থেকে বেশীদিন ধরে থাকার উপায়। ব্রো ট্যাটু ৩ বছর পর্যন্ত বা তার থেকেও বেশি থাকতে পারে। এতে ভ্রু-কে মোটা দেখতে লাগে এবং পছন্দসই শেপ পাওয়া যায়। পার্মানেন্ট মেক-আপ হল চুলের মত ট্যাটু লাইন আঁকা এবং ফাঁক ভরাট করার ও আর্চগুলিকে শেপে রাখার জন্য সুক্ষ্ম শেডিং করা। ব্রো ট্যাটুর অনেক সমর্থক ও বিরোধী রয়েছে। এই পদ্ধতির অনেক রিস্ক ফ্যাক্টর রয়েছে এবং এর ভালো ও খারাপ দিকগুলি জেনে রাখা উচিৎ কারণ এটি থাকবে অনেক বছর পর্যন্ত।

কোন সন্দেহ নেই যে ভ্রুর ফাঁক ঢেকে ফেলতে ও মোটা দেখাতে সেই পুরোনো ভাল মেক-আপের পদ্ধতিই সবচেয়ে সমস্যাহীন ও সহজ উপায়। আপনার শুধু একটু সময় লাগবে, আর লাগবে অল্প একটু প্রয়াস এবং ভালো মানের মেক-আপ পণ্য – একদম নিখুঁত ভ্রু পেয়ে যাওয়া কিন্তু আপনার হাতের মুঠোয়।

একটি মন্তব্য লিখুন। মডারেটরের অনুমোদনের সাথে সাথে এটি পোস্ট করা হবে।
গোপনীয়তা নীতি

আমাদের ওয়েবসাইট বাহ্যিক সরঞ্জামগুলি ব্যবহার করার জন্য কুকিজ, এছাড়াও তৃতীয় পক্ষের কুকিজ ব্যবহার করে। যদি ব্যবহারকারী তাদের সম্মতি না দেয় তবে শুধুমাত্র প্রয়োজনীয় কুকি ব্যবহার করা হয়। আপনি যেকোনো সময় আপনার ব্রাউজারে সেটিংস পরিবর্তন করতে পারেন। আপনি কি সমস্ত কুকি ব্যবহার করার জন্য আপনার সম্মতি দেন?

গোপনীয়তা নীতি