আইব্রো মাইক্রোব্লেডিং – সেই সবকিছু যা আপনি জানতে চান

ব্যথাহীন এবং আঘাতহীন পদ্ধতি – মাইক্রোব্লেডিং পেন

মাইক্রোব্লেডিং এর সঙ্গে সাধারণ ট্যাটুর তুলনা করা ঠিক নয়, যদিও তাদের মধ্যে একইরকম কিছু বৈশিষ্ট্য রয়েছে। ট্যাটু করার পদ্ধতি এবং রঙ দেওয়ার পদ্ধতি দুটোতেই এফেক্ট বহুদিন ধরে থাকে এবং স্বাভাবিকের মত দেখতে ভ্রু সুন্দর থাকে দু বছর পর্যন্ত। মাইক্রোব্লেডিং এর বিভিন্ন পদ্ধতিগুলি কী কী এবং এই পদ্ধতিতে ভ্রু-তে কি এফেক্ট তৈরী হয়? মাইক্রোব্লেডিং নিয়ে যে শোরগোল চলছে এটা কী সত্যিই তার যোগ্য? জানতে হলে পড়তে থাকুন!

মাইক্রোব্লেডিং কী?

ভ্রু-র সুনির্দিষ্ট আর্চগুলি সেমি পারমানেন্ট বা কিছু পরিমাণ স্থায়ী এফেক্ট দিতে মাইক্রোব্লেডিং হল এমন একটি বিশেষ রকমের সৌন্দর্য্য চর্চা, যেখানে ত্বকের নিচে রঙ জমানোর ব্যবস্থা করা হয়। কোন পদ্ধতি বেছে নেওয়া হবে তার ওপর ভিত্তি করে খুব সূক্ষ্ম-বিন্দুর মত সূঁচ বা বিভিন্ন ধরণের ছোট ব্লেড ব্যবহার করে মাইক্রোব্লেডিং করা হয়। মাইক্রোব্লেডিং করার মূল উদ্দেশ্যঃ ভ্রু-জোড়ার শেপ ঠিক করা, আর্চগুলি মোটা করা, রঙকে সুনির্দিষ্ট করা এবং যদি কোন ফাঁকা জায়গা থাকে তবে সত্যিকারের মত দেখতে চুলের মত স্ট্রোক দিয়ে তা ভরাট করা।

মাইক্রোব্লেডিং এ কী ব্যথা লাগে?

একে ব্যথাহীন বলে মনে করা হয়। কারণ ভ্রু-কে বিশেষভাবে সংবেদনশীল এলাকা হিসাবে মনে করা হয় না এবং পুরো পদ্ধতিটিতে খুব একটা ব্যথা লাগে না। তবে, এই চর্চার আগে, ভ্রু বিশেষজ্ঞরা ত্বকে লিডোকেইন লাগান, যা ত্বককে অসাড় করে দেয় এবং এতে পদ্ধতি চলাকালীন কোন অস্বস্তি হয় না। এছাড়াও ক্রেতার অনুরোধে, এই সৌন্দর্য্যচর্চার আগে অনেক সময় ভ্রু-তে অ্যানাস্থিয়া দিয়ে দেওয়া হয়।

মাইক্রোব্লেডিং করার আগে কী ভ্রু পুরো কামিয়ে ফেলতে হয়?

স্বাভাবিক দেখানোর জন্য পুরো ভ্রু কামিয়ে ফেলার কোন দরকার নেই। তবে, আপনার ভ্রু বিশেষজ্ঞ নিশ্চিতভাবে আর্চের কিছু অপ্রয়োজনীয় ভ্রু-র চুল সরিয়ে ফেলবেন। এতে ক্রেতার মুখের শেপের সঙ্গে মানানসই সুন্দর ও স্বাভাবিক দেখতে ভ্রু-র শেপ তৈরী হবে। আমরা আইব্রো ম্যাপিং পেশাদারদের দিয়ে করিয়ে নেওয়ার পরামর্শ দেব, কিন্তু আপনি যদি চান আপনি নিজেই অপ্রয়োজনীয় ভ্রু সরিয়ে দিতে পারেন। এতে আপনার যা লাগবে তা হল একই ভালো মানের ট্যুইজার, যার সাহায্যে ব্যথাহীন ভাবে প্রত্যেকটি চুলকে ধরে ফেলা যাবে, এমনকি সবচেয়ে ছোট চুলও।

মাইক্রোব্লেডিং-এর বিভিন্ন পদ্ধতি

  • প্রচলিত সাধারণ মাইক্রোব্লেডিং

সেমি পার্মানেন্ট আইব্রো মেকআপে এটি এখন অন্যতম জনপ্রিয় ও ফ্যাশনদুরস্ত বিষয়। ব্যবহারের পর ফেলে দেওয়া হয় এমন ব্লেডের সাহায্যে বিশেষ একটি মাইক্রোব্লেডিং পেন দিয়ে এটি করা হয়। ভ্রু-তে মাইক্রোব্লেডিং করলে ভ্রু-র প্রত্যেকটি চুলেই স্বাভাবিক দেখতে এফেক্ট তৈরী হয়। মাইক্রোব্লেডিং করতে এমন মানুষদের পরামর্শ দেওয়া হয় যারা সাধারণ আইব্রো ট্যাটু মেক-আপ করতে ভয় পান, যারা আরো স্বাভাবিক দেখতে লুক চান। মাইক্রোব্লেডিং এ খুব সুক্ষ্ম ও সেমি পার্মানেন্ট আইব্রো মেক-আপ করা যায়।

  • মাইক্রোফেদারিং

আইব্রো মেকআপের এই অসাধারণ পদ্ধতিটি একটি ঘোরানো যন্ত্র ও ব্যবহারের পর ফেলা দেওয়া হয় এরকম একটি সুঁচ দিয়ে করা হয়। এতে ভ্রু দেখতে একদম স্বাভাবিকের মত লাগে। পছন্দমত ভ্রু-র শেপটি পেতে পুরো আর্চ বরাবর একেবারে আসলের মত দেখতে চুলের এফেক্ট  তৈরী করা হয়। এই পদ্ধতির জন্য নৈপুণ্য ও উঁচু মানের দক্ষতার প্রয়োজন হয় কারণ এই পদ্ধতিটি নিঁখুতভাবে দক্ষতানির্ভর। এর শৈল্পিক দিকটি হল এতে আসলের মত দেখতে চুল আঁকতে হয় যা দেখতে একেবারে স্বাভাবিক ভ্রু-র চুলের মতই। সবচেয়ে শক্ত কাজটি হল নিখুঁত লাইন আঁকার সময় খুব সুক্ষ্ম সুঁচটিকে নিয়ন্ত্রণ করা।

  • পাউডার ব্রো/ওম্ব্রে ব্রো

এই জনপ্রিয় সেমি-পার্মানেন্ট ভ্রু মেকআপ করা হয় একটি বিশেষ জিনিসের সাহায্যে যাতে একটি সুঁচ আছে। ওম্ব্রে ব্রো মেকআপ খুব সুক্ষ্ম এবং এতে স্বাভাবিক দেখতে একটা লুক আসে। এর মানে হল হালকা গতিতে এবং অল্প চাপের সাহায্যে পুরো আর্চটিতে রঙের একটি বিন্যাস তৈরী করা। এতেই সুক্ষ্ম এফেক্টটি তৈরী হয়, যা ব্রো পাউডার মেকআপের মত দেখতে লাগবে। এতে হালকা থেকে গাঢ় রঙের একটা বিন্যাস তৈরী করা হয়, একদম শেষের অংশে লেজের দিকে গাঢ় রঙ দেওয়া হয়। ওম্ব্রে ব্রো-তে খুব ভালো একটা স্বাভাবিক লুক আসে।

ব্যথাহীন এবং আঘাতহীন পদ্ধতি – মাইক্রোব্লেডিং পেন

আপনি যদি মাইক্রোব্লেডিং এর এফেক্টের স্বপ্ন দেখেন কিন্তু আঘাতকারী ব্যথাময় পদ্ধতি ও ট্যাটু করা এড়িয়ে যেতে চান তাহলে আপনি বিশেষ একধরনের মেকআপের সামগ্রী ব্যবহার করতে পারেন যা একদম একই এফেক্ট দেয়! ন্যানোব্রো মাইক্রোব্লেডিং পেন একটি অসাধারণ সৌন্দর্য্য পণ্য এর একটি পালকের মত পাতলা টিপ বা নিব রয়েছে যাতে প্রোফেশনাল মাইক্রোব্লেডিং পেনের মতই আপনি একেকটি ভ্রু-র চুলকে একদম স্বাভাবিকের মত করে তুলতে পারেন। এই পেনটি মজবুত, আরামদায়ক ও নিখুঁত এবং এতে খুব উঁচু মানের নানা রঙের শেড রয়েছে।

মাইক্রোব্লেডিং – পরের যত্ন

এই প্রক্রিয়া হয়ে যাওয়ার পর প্রথম এক সপ্তাহ ত্বকের বিশেষ যত্ন নেওয়া খুব জরুরী।

  • যে প্রসাধনী থেকে জ্বালা বা এরকম কোন সমস্যা হতে পারে তা ব্যবহার করবেন না।
  • স্ক্যাবিং এর অঞ্চলটিতে হাত দেবেন না।
  • ত্বকে সমস্যা হলে ফাউন্ডেশন, কনসিলার বা পাউডার লাগাবেন না।
  • এই প্রক্রিয়ার এক মাস পরে আই ল্যাশ গ্রোথ সিরাম লাগান।
  • প্রক্রিয়ার পর সওনা, পুল, রোদ এবং ট্যানিং বেড এড়িয়ে চলুন এবং সবসময় ইউভি প্রোটেকশন ব্যবহার করুন।
একটি মন্তব্য লিখুন। মডারেটরের অনুমোদনের সাথে সাথে এটি পোস্ট করা হবে।
গোপনীয়তা নীতি

আমাদের ওয়েবসাইট বাহ্যিক সরঞ্জামগুলি ব্যবহার করার জন্য কুকিজ, এছাড়াও তৃতীয় পক্ষের কুকিজ ব্যবহার করে। যদি ব্যবহারকারী তাদের সম্মতি না দেয় তবে শুধুমাত্র প্রয়োজনীয় কুকি ব্যবহার করা হয়। আপনি যেকোনো সময় আপনার ব্রাউজারে সেটিংস পরিবর্তন করতে পারেন। আপনি কি সমস্ত কুকি ব্যবহার করার জন্য আপনার সম্মতি দেন?

গোপনীয়তা নীতি