
মেকআপে আমরা সবসময়ই ভ্রু ওপর দিকে উঠে থাকার স্টাইল বা ব্রো লিফটের আশা করি – এতে মুখ অল্প বয়স্ক দেখায় আর বৈশিষ্ট্যগুলিতে একটা ভারসাম্য তৈরী হয়। ঝুঁকে পড়া ভ্রুতে মুখ ক্লান্ত লাগে। জোরালো মুখের ভঙ্গি, বয়স বেড়ে যাওয়া এবং প্রত্যেকদিনের মানসিক চাপ, সবকিছুই ঝুলে পড়া ভ্রু-র কারণ হতে পারে। আইব্রো লিফটিং এর সমাধান হতে পারে – এটি কী ও কীভাবে করা হয়?
আইব্রো লিফটিং – এটা আবার কী?
আইব্রো লিফটিং হল একটি প্রসাধনী পদ্ধতি যা ভ্রু-জোড়াকে ওপর দিকে তুলে দেওয়ার কাজ করে, প্রসাধনী চিকিৎসা ক্লিনিকে এটি করা হয়। এটি অস্ত্রোপচার করে বা অস্ত্রোপচার ছাড়াও করা যায়। এই চিকিৎসা পদ্ধতির জন্যই বার্ধক্যের লক্ষণগুলি ঠিক করা, মুখে একটা সার্বিক ভারসাম্য নিয়ে আসা এবং ঝুলে পড়া চোখের পাতা যার জন্যই হয়তো আপনাকে আসল বয়সের থেকেও বেশি বয়স্ক লাগে সব কিছু ঠিক করা যায়। এই চিকিৎসার ফলে মুখ সুন্দর হয় কারণ এর জ্যামিতিক আকার ঠিক হয় এবং আর্চগুলিকে সুন্দর ও ওপরে তুলে দেওয়ার লুক দেওয়া হয়।
ব্রো লিফটিং – বিভিন্ন পদ্ধতি
ব্রো লিফটিং পদ্ধতি বিভিন্ন রকমের হতে পারে – সমস্যার ধরণের ওপর নির্ভর করে। কোন কোন গুলি সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি?
অস্ত্রোপচার ছাড়া ব্রো লিফটিং
-
আইব্রো লিফটিং – পিডিও থ্রেডিং
এটি এমন এক ধরনের পদ্ধতি যা পলিডিওক্সানোন (পিডিও) থ্রেড ব্যবহার করে করা হয় প্রধানত চোখ এবং ভ্রুর চারপাশে, তবে কখনও কখনও চোখের পাতার আশেপাশেও। খুব সরু সুচ ব্যবহার করে সুতো দিয়ে সেলাই করে করা হয়। এটা বলা বাহুল্য যে সেলাই পদ্ধতি কোলাজেন ও ইলাস্টিন তৈরী করে যার সাহায্যে লিফটিং করার পরের অবস্থা অর্থাৎ নরম ও ত্বকের টানটান ভাব বজায় থাকে।
-
এইচইএফইউ আইব্রো লিফটিং
এইচইএফইউ প্রযুক্তি ফোকাসড আলট্রা সাউন্ড এনার্জি ব্যবহার করে – প্রত্যেক রোগীর ত্বকের উপযোগী সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ বেছে নেওয়া হয়। এটি ত্বকের ভেতরে ঢোকে এবং ত্বকের ট্যিসুগুলির মধ্যে একে অপরকে অতিক্রম করে। যেসব জায়গায় এই অতিক্রম হয় তাদেরকে থার্মাল কোয়াগুলেশন পয়েন্ট বলে – এরা নতুন কোলাজেন তৈরী করে যা ধীরে ধীরে ত্বককে টানটান করে, লিফট করে ও পুনরুজ্জীবিত করে তোলে।
-
হায়ালুরনিক অ্যাসিড আইব্রো লিফটিং
ক্রস লিঙ্কড হায়ালুরনিক অ্যাসিডকে শরীরের সব অংশেই এমনকি আইব্রো এলাকাতেও ব্যবহার করা যায়। এর ব্যবহারে ক্ষতিগ্রস্ত সাধারণ ট্যিসুর ভলিউম বৃদ্ধি হতে পারে। লোকাল অ্যানাস্থেটিক ব্যবহার করে একটি সরু সূচের সাহায্যে হায়ালুরনিক অ্যাসিডকে ত্বকের নিচে ঢুকিয়ে দেওয়া হয়। এর ফলে, ত্বক টানটান হয় এবং আইব্রো দুটিকেও টানটান দেখতে লাগে।
-
আইব্রো লিফটিং – বোটক্স
বোটক্সের মাধ্যমে আইব্রোকে লিফট করা সম্ভব শরীরের নির্দিষ্ট অংশে বোটক্স প্রবেশ করিয়ে। বোটুলিন টক্সিন নিউরোমাসকুলার ট্রান্সমিশনকে প্রভাবিত করে: ভ্রুকে ওপরে তুলে দিতে সাহায্য করে এবং তাদের লাইন নিয়ন্ত্রিত হয়।
-
রেডিএসাই আইব্রো লিফটিং
ব্রো লিফটিং বিশেষ রকমের ফিলার বা ভরাট করার জিনিস রেডিএসাই দিয়েও করা হয়। এর এফেক্ট হায়ালুরনিক অ্যাসিডের তুলনায় বেশী দিন থাকে। এই পদ্ধতিতে বিশেষ রিংকল ফিলার ব্যবহার করা হয়, যা এই প্রক্রিয়ার সময় ত্বকের নিদির্ষ্ট গভীরতা অনুযায়ী সূচের সাহায্যে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এর ফলকে বলা হয় বায়োরিভাইটালাইজেশন, ট্যিসুর ভলিউম বাড়ে এবং অবশ্যই আইব্রোকে লিফট করে উপরে তোলে।
অস্ত্রোপচারের মাধ্যমে ব্রো লিফটিং
-
টেম্পোরাল এলাকায় কেটে ফেলা
এই পদ্ধতিতে টেম্পোরাল এলাকায় কাটা হয় এবং ত্বক টানটান করা হয়। এটা জনপ্রিয় কারণ এতে শুধু একটা ছোট অংশ কাটা হয় যা চুলের লাইনে ঢাকা পড়ে যায় – তার মানে মাত্র কয়েকদিনেই তা সেরে যায়।
-
এন্ডোস্কোপিক আইব্রো লিফটিং
এটি সাধারণ অ্যানাস্থেশিয়া দিয়ে এন্ডোস্কোপের মাধ্যমে করা হয়। এই পদ্ধতিতে সার্জন চুলের ভেতরে একটি জায়গায় কেটে ফেলেন এবং ত্বককে তুলে ধরেন একটি বিশেষ যন্ত্রের সাহায্যে, ভ্রু-এর ট্যিসু ওপরে উঠে আসে এবং ভ্রু-র সঠিক শেপ ও উচ্চতা তৈরী হতে সাহায্য করে।
ব্রো লিফটিং – মেকআপ
আপনি কী জানেন লিফটেড ব্রোর জন্য চেহারায় যা কমবয়সী জৌলুস আসে তা প্রসাধনী চিকিৎসা ক্লিনিকের ফল নাও হতে পারে? তাহলে আর কী উপায় আছে যা কোনরকম কাটা ছেঁড়া ছাড়াই আপনার ভ্রু-জোড়াকে মুহুর্তের মধ্যে লিফট করতে পারে? এর জন্য শুধু ভালো মানের ভ্রু মেকআপের পণ্য চাই যা আপনার ভ্রু-যুগলকে সুনির্দিষ্ট করে তুলতে পারবে এবং সঠিক আউটলাইন দিতে পারবে। পোমেড, পেনসিল বা ব্রো পেনসিল আপনার ভ্রু-যুগলকে লিফট করে দিতে পারে – আর্চের সবচেয়ে উঁচু অংশ চিহ্নিত করে, আপনাকে শুধু ওপরের ভ্রু লাইনকে নির্দিষ্ট করে তুলতে হবে। এছাড়া ভ্রুর ঠিক নিচের ধারে হাইলাইট করলেও ভালো কাজ দেবে – এভাবে আপনি আপনার পছন্দের ব্রো লিফট লুক পেতে পারবেন কোন প্রসাধনী চিকিৎসা ক্লিনিকে না গিয়েও। এই কৌশলটি অবশ্যই সঠিকভাবে বাছাই করা সর্বোচ্চ মানের পণ্য দিয়ে করা উচিত যেমন ঘন, যথেষ্ট পরিমাণে রঙিন ন্যানোব্রো পাউডার – ভ্রু-যুগলের শেপকে সুনির্দিষ্ট করতে এটি ব্যবহার করা যায় এবং এর ভেলভেটের মত হাইলাইটার ভ্রুর নিচের অংশকে উজ্জ্বল করে তোলার জন্য একদম সঠিক জিনিস।
আইব্রো লিফটের সমস্যার দিকগুলি
যেকোন প্রক্রিয়ার মতই, সার্জিকাল ও ইনভেসিভ, সমস্ত আইব্রো লিফট পদ্ধতিতেই কিছু অবস্থায় ঝুঁকির সম্ভাবনা আছে। এগুলি হলঃ
-
গর্ভাবস্থায় এবং স্তন্যদানের সময়,
-
অটোইমিউন রোগগুলিতে,
-
রক্ত জমাট বাঁধার সমস্যা,
-
স্থানীয় কিছু ইনফ্ল্যামেশন বা প্রদাহ,
-
অনিয়ন্ত্রিত ডায়বেটিস,
-
অ্যাকনে,
-
ক্যানসার থাকলে,
-
কোলাজেনোসিস (ট্যিসু রোগ),
-
দাগ হওয়ার প্রবণতা,
-
ll এবং lll ডিগ্রীর উচ্চ রক্তচাপ নির্ণয়,
-
ইস্কিমিক হার্ট রোগ।