আপনি কীভাবে আইব্রো পেন ব্যবহার করবেন তার নির্দেশিকা
আপনার ভ্রু কী সুনির্দিষ্ট নয় এবং আপনি কী আর্চের মধ্যের ফাঁকা জায়গা ঢেকে রাখতে চান? বেদনাদায়ক ও দামী মাইক্রোব্লেডিং পদ্ধতি এর একমাত্র সমাধান নয়। প্রথমে, একটি সহজলভ্য বিকল্প ব্যবহার করে দেখুন – একটি মাইক্রোব্লেডিং পেন। এটা সবসময়ই ব্যবহারের জন্য তৈরী, একে সুঁচালো করার বা এতে আর কোন কিছু লাগানোর জিনিসের দরকার নেই এবং এর এফেক্ট একেবারে মাইক্রোব্লেডিং এর মতোই!